হু হু করে বাড়ছে EV-র চাহিদা! ২০২৪ সালেই বিক্রি হল লক্ষ লক্ষ গাড়ি….চমকে দেবে পরিসংখ্যান

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গোটা বিশ্বের সাথে পাল্লা দিয়ে ভারতেও বাড়ছে EV (India-Electric Vehicles)-র চাহিদা। এই আবহেই সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়, ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার আগামী পাঁচ বছরে পার করে ফেলবে ৬০০ বিলিয়ন মার্কিন ডলারের গণ্ডি। পাশাপাশি এই সমীক্ষায় আরও বলা হয়, আগামী কয়েক বছরে তাৎপর্যপূর্ণভাবে ভারতে বাড়বে EV (India-Electric Vehicles) গাড়ির বিক্রি।

ভারতে EV (India-Electric Vehicles) গাড়ির চাহিদা

ভারতের বাজারে যখন বৈদ্যুতিক গাড়ির (Electric Vehicles) চাহিদা তুঙ্গে, তখনই কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের একটি রিপোর্ট সাড়া ফেলে দিয়েছে গাড়ি শিল্পের বাজারে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতে শুধু ২০২৪ সালেই বিক্রি হয়েছে ১৯ লক্ষ ৫০ হাজার বৈদ্যুতিক গাড়ি, যা এই সময়কালে ভারতের বাজারে বিক্রিত মোট গাড়ির (পেট্রোল-ডিজেল-বৈদ্যুতিক গাড়ি) ৭.৪৪ শতাংশ।

আরও পড়ুন : সেই রাতের ভিডিও ছিল এই নার্সের মোবাইলে! কেন করেছিলেন ডিলিট? মুখ খুললেন এতদিন পর…

কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী ভূপতিরাজু শ্রীনিবাস দেশে বৈদ্যুতিক গাড়ির বাজার সম্পর্কে বলতে গিয়ে লোকসভায় জানান, ‘ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে ২০১৪ সালের পর। এই আর্থিক বছরে বৈদ্যুতিক গাড়ির রেজিস্ট্রেশনের হার ছিল মাত্র ০.০১ শতাংশ। তবে ২০২৪-২৫ অর্থবর্ষে সেই পরিমাণ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৭.৩১ শতাংশে।’

আরও পড়ুন : বিপাকে রাজ্য! মোট জনসংখ্যার উপর সমীক্ষা করে প্রকৃত OBC খোঁজা হোক, হাইকোর্টে জনস্বার্থ মামলা

এদিন লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ‘আশা করছি আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির চাহিদা ভারতের বাজারে আরও বৃদ্ধি পাবে।  e-Vahan পোর্টালের আওতায় গত বছর রেজিস্ট্রেশন হয়েছে মোট ২ কোটির বেশি গাড়ির। এরমধ্যে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ছিল ১৯ লক্ষ।’ ভারতের (India) বাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেলেও, পর্যাপ্ত চার্জিং স্টেশনের অভাব নজর এড়ায়নি কেন্দ্রীয় মন্ত্রীর।

India-Electric Vehicles market details.

ভূপতিরাজু শ্রীনিবাস বলেন, পর্যাপ্ত চার্জিং স্টেশন তৈরির ব্যবস্থা করে ফেলবে কেন্দ্রীয় সরকার। FAME প্রকল্পের আওতায় দেশজুড়ে পাবলিক ইভি চার্জিং স্টেশন তৈরির জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে ৮৩৯ কোটি টাকা। পাশাপাশি চার্জিং স্টেশন স্থাপনের উদ্দেশ্যে আরও ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে PM E-DRIVE প্রকল্পের আওতায়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X