আজ ডু ওর ডাই ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত ভারত অধিনায়ক বিরাট কোহলির। দলে দুটি পরিবর্তন।

Published On:

ভারত বনাম নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আজ দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বড় রান করেও হারতে হয়েছিল ভারত কে। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলি। অপরদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক টম নাথানও জানিয়েছেন তিনিও আজ ফিল্ডিং করতেন।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের ভারতীয় দল:
পৃথ্বী শাহ, মায়াঙ আগারওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, নবদীপ সাইনি, জাসস্প্রীত বুমরাহ।

এই ম্যাচে দুটি পরিবর্তন করেছে ভারতীয় দল। আসন্ন টেস্ট সিরিজের জন্য মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়া হয়েছে তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন নবদীপ সাইনি। অপরদিকে কুলদীপ যাদবের পরিবর্তে দলে ফিরেছেন যুজবেন্দ্র চাহাল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় আজকের ম্যাচটি ভারতীয় দলের কাছে ডু ওর ডাই ম্যাচ। সিরিজ জয়ের আসা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচটি জিততেই হবে ভারতীয় ক্রিকেট দল কে।

সম্পর্কিত খবর

X