ব্রাজিলের কাছে বড় ব্যবধানে হেরে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপে নিজেদের অভিযান শেষ করল ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ব্রাজিলের কাছে ৫-০ ফলে হেরে বেশ কিছুটা হতাশা নিয়েই শেষ হলো ভারতীয় মহিলা অনূর্ধ্ব ১৭ দলের, অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ অভিযান। যে গ্রুপে ভারত পড়েছিল সেই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাবা যে একপ্রকার অসম্ভব কাজের সামিল তেমনটা আগে থেকেই জানতেন ফুটবলপ্রেমীরা। তাও কাজল, বাবিনা, অনিতাদের কাছ থেকে কিছুটা লড়াই দেখতে চেয়ে ছিলেন ভারতীয় ফুটবলভক্তরা। কিন্তু মরক্কোর বিরুদ্ধে ম্যাচ বাদ দিয়ে বাকি দুটি ম্যাচে সেই লড়াইও যেন দেখতে পাওয়া গেল না।

এর আগে যখন ২০১৭ সালের অনূর্ধ্ব ১৭ পুরুষ বিশ্বকাপ আয়োজন হয়েছিল ভারতের মাটিতে তখনো ভারতের পরিস্থিতি কিছুটা একই রকম ছিল। কিন্তু সেবার ধীরাজ, কোমল, অমরজিৎদের কাছ থেকে বেশ কিছুটা লড়াই উপহার পেয়েছিলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। ফিফার মঞ্চে ভারতের প্রথম গোলটাও এসেছিল সেবার। কিন্তু অনূর্ধ্ব ১৭ মহিলা দলের মধ্যে অতোটা লড়াই করার ক্ষমতা ছিল না যার জন্য শুধুমাত্র ফুটবলারদের দোষ দিয়ে কোন লাভ নেই।

ভারতের গ্রুপে থাকা দেশগুলির মহিলা ফুটবল পরিকাঠামো আর ভারতের মহিলা ফুটবল পরিকাঠামোর মধ্যে তুলনা করতে গেলে লজ্জায় পড়বে ভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতকে ৮ গোল মারার মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা দল অনুশীলন করে তাদের দেশের অনূর্ধ্ব ১৭ পুরুষ দলের সঙ্গেই।সেখানে ভারতীয় মহিলা ফুটবলার ডাক একটি উন্নতমানের লিগও পান না সারাবছর খেলার জন্য। ফলে যেমনটা হওয়ার ছিল ঠিক তেমনটাই হয়েছে।

ভারতীয় দল এবারের গোটা বিশ্বকাপের গ্রুপ পর্বে মোট ১৬ টি গোল হজম করেছে, যা কিছুটা হয়তো প্রত্যাশিত ছিল। ভারতের যে কোনও পয়েন্ট পাবে না এমনটা অনেক ফুটবলপ্রেমীই প্রত্যাশা করে বসেছিলেন। আশা ছিল যে বিশ্বকাপের মঞ্চে অন্তত একটা গোল যদি করতে পারে ভারতীয় দলের ফুটবলাররা। কিন্তু সেই স্বপ্ন সত্যি হয়নি।

আজ ব্রাজিলের বিরুদ্ধে ৫ পাঁচ গোল হজম করতে হয়েছে ভারতকে। ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই গ্রুপের অপর দল মরক্কোকে ৪-০ ব্যবধানে হারিয়েছে। ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ম্যাচটি ১-১ ফলে ড্র হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র যেরকম ভাবে ভারতকে নিয়ে ছেলেখেলা করেছিল ঠিক অতটা দাপট আজ দেখাতে পারেনি ব্রাজিল। ৩০ তিরিশ মিনিটে ভারতীয় স্ট্রাইকার নেহার সামনে সুবর্ণ সুযোগ এসেছিল চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম গোলটি তুলে নেওয়ার। ব্রাজিলিয়ান ডিফেন্সের ভুলে গোলকিপারকে একা পেয়ে গিয়েছিলেন নেহা। কিন্তু তার দুর্বল শট ব্রাজিল গোলরক্ষক লেইলানকে রকম সমস্যায় ফেলেনি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর