বাংলা হান্ট ডেস্কঃ করোনা আবহের মধ্যে আগামী বছর ভারত সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। যেহেতু এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সেই কারণে ক্রিকেটারদের নিরাপত্তায় কথা মাথায় রেখে নির্দিষ্ট কয়েকটি ভ্যেনুতে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ গুলি করার কথা জানিয়েছিল বিসিসিআই।
সেই তিনটি ভেন্যু হল আমেদাবাদ, পুনে এবং চেন্নাই। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট ম্যাচ মিলিয়ে মোট 12 টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। আর সেই বারোটি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচই হবে আমেদাবাদ স্টেডিয়াম। দুটি টেস্ট ম্যাচ হবে চেন্নাইয়ে, তিনটি ওয়ানডে ম্যাচ হবে পুনেতে এবং দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ হবে আমেদাবাদ স্টেডিয়ামে। আর এই ভারত -ইংল্যান্ড সিরিজ এর ভেন্যু নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ দেখা দিয়েছে বোর্ডের অন্দরে। অনেকেই এই সূচী নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এই নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাদের তরফে বিসিসিআইকে চিঠি দিয়ে জানানো হয়েছে, মুম্বাইকে ভারতের ক্রিকেটের মক্কা বলা হয়। মুম্বাইয়ের রয়েছে তিনটি স্টেডিয়াম। এছাড়াও দেশের অন্যান্য শহরে থেকে যোগাযোগ ব্যবস্থা, হোটেল ব্যবস্থা সবকিছুই ভালো মুম্বাইয়ে তার সত্ত্বেও মুম্বাই কেন একটাও ম্যাচ পেল না। গত চার বছরে একটাও টেস্ট ম্যাচ পায় নি মুম্বাই অপরদিকে আমেদাবাদ কি করে পরপর দু’টি টেস্ট ম্যাচ, পাঁচটি টিটোয়েন্টি ম্যাচ সহ মোট সাতটি ম্যাচ পেয়ে গেল কিভাবে? বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন, “বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে আমার কথা হয়েছে। উনি জানিয়েছেন, আপাতত করোনার জন্য জৈব সুরক্ষা বলয় করে তিনটি কেন্দ্রে করা হবে ম্যাচ গুলি। পরে অবশ্যই সিএবি ম্যাচ পাবে।”