বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের মহামারী সামনে আসার পর ভারত (India) শুধু দেশে থাকা নাগরিকদের সুরক্ষার জন্যই পদক্ষেপ নেয়নি, বিদেশে ফেঁসে যাওয়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য সবরকম প্রচেষ্টা চালিয়ে গেছে। এছাড়াও ভারতে ফেঁসে যাওয়া বিদেশী নাগরিকদের তাঁদের দেশে সুরক্ষিত পৌঁছে দেওয়া হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত ভারত সরকার ৪৩ টি ডেশে ২৮ হাজারের বেশি নাগরিকদের তাঁদের দেশে পৌঁছে দেওয়ায় সফলতা হাসিল করেছে। এই পরিসংখ্যান মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল মাসের ১১ তারিখ পর্যন্ত। এর সাথে সাথে লকডাউনের মধ্যে ভারত সরকার বিদেশে ফেঁসে থাকা ভারতীয়দের ভারতে ফিরিয়ে আনার জন্য কাজ করে চলেছে।
MORE: India helps evacuate 15,000 foreigners in 20 days#SputnikUpdates https://t.co/rU5wvdkFec
— Sputnik (@SputnikInt) April 7, 2020
যেই বিদেশীদের তাঁদের দেশে পৌঁছে দেওয়া হয়েছে তাঁদের মধ্যে ১২০০ আমেরিকার নাগরিক, ১৪০০ ক্যানাডিয়ান, ৩ হাজার জাপানি, ২ হাজার ব্রিটিশ নাগরিক যুক্ত আছে। এছাড়াও ইউরোপের অনেক নাগরিককে সুরক্ষিত তাঁদের দেশে পৌঁছে দেওয়া হয়ে। এর জন্য মোদী সরকার চাটার্ড আর স্পেশ্যাল ফ্লাইটের ব্যবস্থা করেছিল। এছাড়াও অন্য দেশ গুলো নিজের দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া জন্য ফ্লাইটের ব্যবস্থা করেছিল। গল্লফ দেশ, ইউরোপিয়ান দেশ আর প্রতিবেশী দেশের অনেক নাগরিককে সুরক্ষিত তাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সিঙ্গাপুরের ৭০০ নাগরিককে তাঁদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। ৩ হাজার মালয়শিয়ান নাগরিককে সুকুশল তাঁদের দেশে পাঠানো হয়েছে। অনেক মালয়েশিয়ান নাগরিক দক্ষিণ ভারতে ফেঁসে গেছিল, তাঁদেরও দেশে ফেরত পাঠানো হয়েছে। ৪০০ অস্ট্রেলিয়ান নাগরিকদের বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিছুদিন আগেই ৪৪৪ অস্ট্রেলিয়ার নাগরিকদের তাঁদের দেশে বিশেষ ফ্লাইটের মাধ্যমে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে নিউজিল্যান্ডের ১৪ জন নাগরিকও ছিল। প্রায় ৬ হাজার অস্ট্রেলিয়ার নাগরিক ইন্ডিয়ান মিশনের কাছে ডিপ্লোম্যাটিক সাহায্যের জন্য আবেদন করেছিল।
ইজরায়েল, ব্রাজিল আর আমেরিকার রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূয়সী প্রশংসা করেন। কারণ ওষুধ সমেত অনেক প্রয়োজনীয় জিনিষ ওই দেশগুলোতে পাঠায় ভারত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও করোনার বিরুদ্ধে যুদ্ধে ভারতের ভুমিকার প্রশংসা করে।