অবিলম্বে ভারত ছাড়ুন….ট্রুডোর কারণেই একইসাথে কানাডার ৬ কূটনীতিককে বহিষ্কার করল দিল্লি

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কানাডার ৬ কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত (India)। শুধু তাই নয়, ওই ৬ কূটনীতিকের উদ্দেশ্যে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। বিষয়টির পরিপ্রেক্ষিতে সরকার জানিয়েছে যে, যেকোনোও পরিস্থিতিতে, আগামী ১৯ অক্টোবর অর্থাৎ শনিবার রাত ১১ টা বেজে ৫৯ মিনিট বা তার আগে ভারত ত্যাগ করতে হবে ওই ৬ কূটনীতিককে।

কানাডার ৬ কূটনীতিককে বহিষ্কার করল ভারত (India):

জানিয়ে রাখি যে, এর কিছুদিন আগে ভারত (India) কানাডায় থাকা কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কানাডার পক্ষ থেকে ভারতের কূটনীতিকদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হয়। যার পরিপ্রেক্ষিতে সরকার কঠোর অবস্থান নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অযৌক্তিক কথার কারণে সম্পর্ক প্রভাবিত হয়েছে। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এখন চরমে পৌঁছেছে।

India expelled 6 Canadian diplomats.

এদিকে, ভারত (India) যে যে কানাডিয়ান কূটনীতিকদের দেশ ছেড়ে চলে যেতে বলেছে তাঁদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত হাইকমিশনার স্টুয়ার্ট রস হুইলার, ফার্স্ট সেক্রেটারি মেরি ক্যাথরিন জোলি, ল্যান রস ডেভিড ট্রাইটস, অ্যাডাম জেমস চুইপকা এবং পাউলা আর্জুয়েলা। তাঁদের সবাইকে আগামী ১৯ অক্টোবর রাতের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কানাডাও ভারতের ৬ জন কূটনীতিককে ফিরে যেতে বলেছে বলে খবর মিলেছে।

আরও পড়ুন: “ভারত বিশ্বের যেকোনও দলকে হারাতে পারে”, টিম ইন্ডিয়ার প্রসঙ্গে বড় প্রতিক্রিয়া দিলেন এই অভিজ্ঞ খেলোয়াড়

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে কানাডা ভারতকে (India) একটি চিঠি লিখে কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিল। যা ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে প্রত্যাখ্যান করা হয় এবং তাদের এই অভিযোগকে সম্পূর্ণ মনগড়া এবং ভিত্তিহীন বলে অভিহিত করা হয়। এই বিষয়ে কানাডার হাইকমিশনারকে তলব করে তার কাছে ব্যাখ্যা চেয়েছে বিদেশ মন্ত্রক। তারপরেই, ভারত কানাডায় স্থিত কূটনীতিকদের নিরাপত্তার কথা ভেবে তাঁদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে কোহলির প্রশংসায় পঞ্চমুখ গম্ভীর! করলেন “বিরাট” ভবিষ্যদ্বাণী

জানিয়ে রাখি, এই পুরো হইচই শুরু হয়েছে খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জারকে নিয়ে। কানাডা অভিযোগ করে আসছে যে ভারতীয় এজেন্সি নিজ্জারের হত্যাকাণ্ডে জড়িত ছিল। অথচ ভারত (India) তা স্পষ্টভাবে অস্বীকার করে আসছে। এমনকি, ভারত কানাডার কাছে প্রমাণও চেয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত কোনও প্রমাণ দেয়নি ওই দেশ। এমতাবস্থায়, ভারত অভিযোগ করেছে যে, ভোট ব্যাঙ্কের লোভে কানাডা এমন ভুল এবং মিথ্যে অভিযোগ করছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর