বাংলাহান্ট ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া শুল্কনীতি নিয়ে জোর চর্চা চলছে গোটা বিশ্বজুড়েই। গত ২ এপ্রিল থেকে বিশ্বের একাধিক দেশের উপর পারস্পারিক আমদানি শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকান পণ্যের উপরও পাল্টা আমদানি শুল্ক লাগু করার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন দেশ। অদূর ভবিষ্যতে ভারতও (India) সেই পথে হাঁটবে কিনা তা অবশ্য পরিষ্কার নয়।
আমদানির পাশাপাশি আমেরিকাসহ বিশ্বের একাধিক দেশে নিজেদের বিপুল পরিমাণ পণ্য রফতানি করে থাকে ভারত (India)। চিনের মতো না হলেও, ভারত থেকে রফতানি হওয়া পণ্যের সংখ্যা নেহাত কম নয়। দুই প্রতিবেশী পাকিস্তান (Pakistan) ও চিনেও (China) প্রতিবছর বিপুল পরিমাণ পণ্য রফতানি করে থাকে ভারত। এই দুই প্রতিবেশী রাষ্ট্রকে ভারত কী কী পণ্য-দ্রব্য বিক্রি করে সেই তালিকা দেখলে অবাক হয়ে যেতে পারেন আপনিও।
পাকিস্তান ও চিনকে কোন কোন পণ্য রফতানি করে ভারত (India)?
প্রাচীন যুগ থেকেই ভারতের মশলা ও চায়ের সুখ্যাতি বিশ্বজোড়া। পৃথিবীর একাধিক দেশে মশলা ও চা রফতানি করে থাকে ভারত। ভারত থেকে প্রতিবছর বিপুল পরিমাণ চা ও মশলা গিয়ে পৌঁছায় চিনেও। বিশ্বের অন্যতম বৃহত্তম তুলা রফতানিকারক দেশ ভারত। চিন প্রতিবছর বিপুল পরিমাণ তুলা কেনে ভারতের কাছ থেকে। পাশাপাশি, বিভিন্ন সামুদ্রিক খাবার, ওষুধ ও ইস্পাত নির্মাণের প্রয়োজনীয় কাঁচামাল চিনকে রফতানি করে থাকে ভারত।
তবে শুধু চিন নয়, ভারতের যুযুধান প্রতিপক্ষ পাকিস্তানের সাথেও প্রচুর পরিমাণ পণ্য রফতানি (Export) করে থাকে ভারত। বিগত কয়েক বছরে সেই পরিমাণ অনেকটা হ্রাস পেয়েছে ঠিকই, তবে এখনও পড়শি পাকিস্তানকে বিপুল পরিমাণ পণ্য পাঠায় ভারত। ভারত থেকে পাকিস্তানে রফতানি হওয়া পণ্যের মধ্যে অন্যতম ওষুধ।
আরও পড়ুন : করে দেখাতে পারেননি আর কোনও ভারতীয়! এবার “বিরাট” রেকর্ড গড়লেন কোহলি, উচ্ছ্বসিত অনুরাগীরা
এছাড়াও পাকিস্তানের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে ভারতীয় চা এবং কফির। প্রতিবছর ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ চা ও কফি আমদানি করে ইসলামাবাদ। এমনকি বিপুল পরিমাণ ফল ও সবজি পাকিস্তানে পাঠায় ভারত। সেগুলির মধ্যে অন্যতম পেঁয়াজ, আদা এবং টোম্যাটো। এরই সাথে প্লাস্টিক, রাবার, রাসায়নিক পণ্য, তুলো এবং পোশাকও পাকিস্তানে রফতানি করে ভারত।