এগিয়ে চলেছে ভারত, ফের ট্র্যাকে ফিরল রফতানির পরিমাণ! সামনে এল বিরাট পরিসংখ্যান

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারত (India) বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করছে। যার ফলে প্রত্যক্ষ প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। এদিকে, দেশের রফতানি বাজারেও গতি বাড়ছে। বিগত দুই মাসে দেশের কমোডিটি এক্সপোর্টে কিছুটা পতনের পর এবার পণ্য রফতানির ক্ষেত্রে সামান্য বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

বৃদ্ধি পেল ভারতের (India) রফতানির পরিমাণ:

পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরে রফতানির পরিমাণ ০.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪.৫৮ বিলিয়ন ডলারে। এদিকে, বাণিজ্য ঘাটতি (আমদানি ও রপ্তানির মধ্যে পার্থক্য) কমে ২০.৭৮ বিলিয়ন ডলার হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে আমদানি ১.৬ শতাংশ বেড়ে ৫৫.৩৬ বিলিয়ন ডলার হয়েছে। যা ২০২৩ সালের সেপ্টেম্বরে ৫৪.৪৯ বিলিয়ন ডলার ছিল।

India exports increased.

কি বলছে রিপোর্ট: পর্যালোচনাধীন মাসে, বাণিজ্য ঘাটতি ২০.৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অগাস্টে এটি ১০ মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছে ২৯.৬৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছিল। জানিয়ে রাখি যে, ভারতের (India) পণ্যদ্রব্য রফতানির পরিমাণ গত অগাস্টে বার্ষিক ভিত্তিতে ৯.৩ শতাংশ এবং জুলাইয়ে ১.২ শতাংশ কমেছে।

আরও পড়ুন: লজ্জার রেকর্ড! নিউজিল্যান্ডের সামনে দিশেহারা ভারত, মাত্র ৪৬ রানেই খেল খতম

এদিকে, চলতি ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) রফতানির পরিমাণ ১ শতাংশ বেড়ে ২১৩.২২ বিলিয়ন ডলার এবং আমদানি ৬.১৬ শতাংশ বেড়ে ৩৫০.৬৫ বিলিয়ন ডলার হয়েছে। ওই অর্থবর্ষের প্রথমার্ধে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৩৭.৪৪ বিলিয়ন ডলারে। এই প্রসঙ্গে বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল এখানে সাংবাদিকদের বলেছেন যে, বিশ্বব্যাপী অনিশ্চয়তা সত্বেও গত সেপ্টেম্বরে এবং এই অর্থবর্ষের প্রথম ৬ মাসে ভারতের (India) রফতানির ক্ষেত্রে ইতিবাচক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

আরও পড়ুন: বড় খবর! বাংলাদেশ থেকে ভারতে আসা শরণার্থীরা পাবেন নাগরিকত্ব, সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট

এই কারণে হয়েছে বৃদ্ধি: জানিয়ে রাখি, রফতানিকে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে রসায়ন, প্লাস্টিক, রেডিমেড পোশাক এবং ইলেকট্রনিক্সের মতো সেক্টরগুলি। বার্থওয়াল জানিয়েছেন যে, বিশ্বব্যাপী অসুবিধা সত্বেও ভারত রফতানির ক্ষেত্রে ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছে। এদিকে, সেপ্টেম্বরে সোনার আমদানি বেড়ে ৪.৩৯ বিলিয়ন ডলার হয়েছে। যেখানে গত বছরের একই মাসে এই পরিমাণ ছিল ৪.১১ বিলিয়ন ডলার।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর