বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে ইজরায়েল ও প্যালেস্তাইনের (Palestine) বিরোধের বিষয়টি। যদিও, এই বিরোধে ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট হয়ে রয়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এই বিবাদ মেটাতে ভারত “টু-নেশন” সমাধানকে সমর্থন করেছে। কারণ, ইজরায়েল যেমন ভারতের বন্ধু হয় ঠিক তেমন প্যালেস্তাইনের সাথেও ভারতের সুসম্পর্ক রয়েছে। এই কারণেই ভারত প্রতিবারই প্যালেস্তাইনের প্রতি কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়েছে।
প্যালেস্তাইনের (Palestine) উদ্দেশ্যে ফের সাহায্যের হাত বাড়াল ভারত:
বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ভারত আবার প্যালেস্তাইনে (Palestine) ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বলে জানা গিয়েছে। ভারত ওই দেশে জীবন রক্ষাকারী এবং ক্যান্সার প্রতিরোধী ওষুধ সহ ৩০ টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল “এক্স” মাধ্যমে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন।
’s support to the people of Palestine continues.
Extending humanitarian assistance to the people of Palestine, sends 30 tons of medical supplies comprising essential life-saving and anti-cancer drugs to Palestine. pic.twitter.com/gvHFnDhlGd
— Randhir Jaiswal (@MEAIndia) October 29, 2024
ভারত যুদ্ধের শুরু থেকেই সাহায্য করে আসছে: জানিয়ে রাখি যে, গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত গাজায় বসবাসরত প্যালেস্তাইনের (Palestine) বাসিন্দাদের সাহায্যের জন্য ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে। গত বছর ভারত ওই দেশে ৩৫ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা পাঠিয়েছিল। এদিকে, এই বছর জুলাইয়ে ভারত জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থাকে (UNRWA) ২৫ মিলিয়ন ডলারের প্রথম কিস্তি জারি করেছে।
আরও পড়ুন: ফের বাজিমাত ভারতের! দীপাবলির কেনাকাটায় পাত্তা পাচ্ছে না চিনা পণ্য, সামনে এল বড় আপডেট
এছাড়াও, গত ২২ অক্টোবর, মোদী সরকার প্যালেস্তাইনকে (Palestine) সাহায্য করার জন্য ৩০ টন ত্রাণ সামগ্রীও পাঠিয়েছিল। যার মধ্যে ওষুধ, অস্ত্রোপচারের সামগ্রী, ডেন্টাল প্রোডাক্টস, হাই-এনার্জি বিস্কুট এবং অন্যান্য একাধিক প্রয়োজনীয় জিনিস ছিল। গাজায় প্যালেস্তাইনের শরণার্থীদের জন্য কাজ করা সংস্থা ইউএন রিলিফ এবং UNRWA-এর মাধ্যমে এই জিনিসপত্র বিতরণ করা হচ্ছে।
আরও পড়ুন: ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন চিরাগ! গড়লেন স্পেশাল রেকর্ড
গাজায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ব্যাপক ঘাটতি রয়েছে: আসলে ভারতের পাঠানো ত্রাণ সামগ্রী প্রথমে মিশরে পাঠানো হয়। যেখান থেকে রাফাহ সীমান্ত দিয়ে এই পণ্যগুলি জাতিসংঘের সংস্থাগুলিতে পৌঁছে দেওয়া হয়। তারা এই সামগ্রীগুলি গাজার মানুষের মধ্যে বিতরণ করে। সম্প্রতি জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে যে ইজরায়েল প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সরবরাহ বহনকারী ট্রাকগুলিকে বাধা দিচ্ছে। যার ফলে গাজার জনগণকে অনাহারের ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। একই সঙ্গে চিকিৎসা সরঞ্জামের অভাবে ইজেরায়েলের হামলায় আহত ব্যক্তিদের চিকিৎসায় সমস্যা হচ্ছে বলেও জানা গিয়েছে।