যুব বিশ্বকাপের রেকর্ড গড়ল বাংলাদেশের অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। নিউজিল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ দল। এটাই অনুর্দ্ধ 19 বিশ্বকাপের প্রথম বার ফাইনালে ওঠা বাংলাদেশের। গতকাল নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে ফাইনালের রাস্তা পরিষ্কার করে ফেলে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় অনূর্ধ্ব 19 দলের সাথে, আর এই হাড্ডাহাড্ডি ফাইনাল ম্যাচটি হবে আগামী 9 ই ফেব্রুয়ারি।
এইদিন টসে জিতে বাংলাদেশের অধিনায়ক আকবর আলি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশের দুই পেসার ডান হাতি পেসার তানজিম হাসান সাকিব এবং বাঁহাতি পেসার শরিফুল ইসলাম দারুন শুরু করেন। মাত্র পাঁচ রানেই একজন ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। তারপর একের পর এক উইকেট পড়তে শুরু করে নিউজিল্যান্ডের। মাত্র 74 রানের মধ্যে চার জন কিউয়ি ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। শুধুমাত্র পেসাররাই নয় এইদিন দারুণ বোলিং করেন বাংলাদেশের স্পিন বোলাররাও। বাংলাদেশের তিন স্পিনার মুরাদ, রাকিবুল এবং শামীম তিনজনই নিয়ন্ত্রিত বোলিং করেন এইদিন।
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 211 রান তোলে নিউজিল্যান্ড। 212 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামেন বাংলাদেশী ব্যাটসম্যানরা। জবাবে ব্যাট করতে নেমে খুব বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেনি বাংলাদেশের দুই ওপেনার, কিন্তু বাংলাদেশ দলকে জয়ের রাস্তায় পৌঁছে দেন বাংলাদেশের তিন নম্বরে নামা ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। একটি সুন্দর সেঞ্চুরি করার সাথে সাথে নিজের দলকে ফাইনালে তোলেন জয়। তাকে যোগ্য সঙ্গ দেন তওহিদ শাহদাত হোসেন। 41.1 ওভারে চার উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ অনুর্দ্ধ 19 ক্রিকেট দল। এবার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হতে চলেছে ভারতের।