এগিয়ে রয়েছে নেপাল, বাংলাদেশ, পাকিস্তানও! বিশ্ব ক্ষুধা সূচকে মুখ থুবড়ে পড়ল ভারত

বাংলাহান্ট ডেস্কঃ জার্মান সংস্থা ‘ওয়েল্ট হাঙ্গার হিলফে’ ও আইরিশ ত্রাণ সংস্থা ‘কনসার্ন ওয়ার্লড ওয়াইড’ মিলিতভাবে বিশ্ব ক্ষুধা সূচক (Global Hunger Index) ২০২০ তালিকা প্রকাশ করেছে। যেখানে ভারতকে (india) ভীষণই শোচনীয় অবস্থায় দেখা গিয়েছে।

১১৬ টি দেশের মধ্যে ভারত রয়েছে ১০১ তম স্থানে। যেখানে  নেপাল, বাংলাদেশ ও পাকিস্তানের মত দেশ অনেক এগিয়ে রয়েছে ভারতের থেকে। ২০২০ সালে ৯৪ তম স্থান থেকে আরও নেমে গিয়ে দাঁড়িয়েছে ১০১ তম স্থানে। তবে এই তালিকায় বেশ ভালো স্থানে রয়েছে চীন, ব্রাজিল, কুয়েতের মতো ১৮ টি দেশ। ক্ষুধা ও অপুষ্টির নিরিখে ভারতের এই অবস্থান বেশকিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

hungry kids pti 1539330885 1634226719

এই রিপোর্ট পেশ করা হয় প্রধানত চারটি বিষয়কে কেন্দ্র করে। অপুষ্টি, পাঁচ বছরের কমবয়সি শিশুদের উচ্চতা, মৃত্যুহার, উচ্চতার তুলনায় ওজনের নিরিখে। তবে এই রিপোর্টে ভারত খুব একটা ভালো ফল না করলেও, কমবয়সিদের মৃত্যুহার কিংবা অপুষ্টির শিকার হওয়া শিশুদের সংখ্যা বেশকিছুটা কমেছে।

স্কোরের দিক থেকে ২০০০ সালে ভারতের ছিল ৩৮.৮ পয়েন্ট। ২০১২ থেকে ২০২১ সালের মধ্যে স্কোর ২৮.৮-২৭.৫-এর মধ্যেই ঘোরাফেরা করছিল। তবে বর্তমান সময়ে ভারতের এই স্থান নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন দেশের বড় বড় আধিকারিকরা।

এই তালিকায় ৭৬ ম স্থানে রয়েছে নেপাল, মায়নমার রয়েছে ৭১ তম স্থানে। ভারতের থেকে বেশকিছুটা এগিয়ে ৯২ তম স্থান দাঁড়িয়ে রয়েছে পাকিস্তানও। তব এই তালিকায় থাকা বেশ কিছু উদ্বেগজন দেশকে নিয়েও চিন্তিত বিশেষজ্ঞমহল।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর