বাংলাহান্ট ডেস্ক : নয়া ইতিহাসের সন্ধিক্ষণে দেশের গণপরিবহন ক্ষেত্র। এবার শুধু আর রাজপথ নয়, আকাশে ভেসে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। সৌজন্যে ভারতেরই এক স্টার্টআপ সংস্থা ‘সরলা অ্যাভিয়েশন’। ভারতের (India) প্রথম বিমান ট্যাক্সির সূচনা হতে চলেছে ‘সরলা অ্যাভিয়েশন’-এর হাত ধরেই। দেশের প্রথম উড়ন্ত ট্যাক্সির (Flying Taxi) নাম হবে ‘শূন্য’ বা ‘জিরো।’
ভারতের (India) প্রথম উড়ন্ত ট্যাক্সি
জানা যাচ্ছে, একসাথে ১৬০ কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম এই ফ্লাইং ট্যাক্সি। তবে প্রাথমিকভাবে এটিকে ওড়ানো হবে ২০ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে। ঘন্টায় ২৫০ কিলোমিটার গতিবেগের এই ফ্লাইং ট্যাক্সি ফুল চার্জ হতে সময় নেবে মাত্র ২০ মিনিট। তারপরই যাত্রীদের নিয়ে মাটি থেকে একেবারে আকাশ পথে পাড়ি জমাতে পারবে এই উড়ন্ত ট্যাক্সি।
আরও পড়ুন : IPL-এ এবার পাণ্ডিয়া ঝড়! অধিনায়ক হিসেবে গড়লেন বিরাট ইতিহাস, ভাঙলেন ১৬ বছরের রেকর্ড
ট্রাফিক জ্যাম এড়িয়ে মুহূর্তে যাত্রীদের পৌঁছে দেবে গন্তব্যে। সংস্থা জানিয়েছে, একসাথে ৬ জন যাত্রী বসে যাতায়াত করতে পারবেন এই ফ্লাইং ট্যাক্সিতে। থাকবেন একজন পাইলট। ‘সরলা অ্যাভিয়েশন’ ২০২৮ সালের মধ্যে বাণিজ্যিকভাবে ভারতে ফ্লাইং ট্যাক্সি পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছে। জানানো হয়েছে, দক্ষিণের শহর বেঙ্গালুরুতে (Bengaluru) সূচনা হবে দেশের প্রথম ফ্লাইং ট্যাক্সির।
আরও পড়ুন : হিরে-মুক্তো নয়! “কাঙাল” পাকিস্তান এবার পেল দুর্ধর্ষ জ্যাকপট, ভাগ্য চমকাবে পড়শি দেশের?
সংস্থা আরও জানিয়েছে, পরবর্তীকালে তাদের পরিষেবা শুরু করা হবে মুম্বই, দিল্লি, নয়ডা এবং পুনের মতো শহরেও। সংস্থার দাবি, তাদের ফ্লাইং ট্যাক্সির ভাড়া ওলা বা উবারের প্রিমিয়াম পরিষেবার মতোই রাখা হবে। দেশের (India) আম নাগরিক যাতে ফ্লাইং ট্যাক্সির সুবিধা নিতে পারেন সেই উদ্দেশ্যেই খরচ রাখা হবে নাগালের মধ্যেই। যাত্রী পরিষেবার পাশাপাশি ‘সরলা অ্যাভিয়েশন’ শহরাঞ্চলে বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা শুরুরও উদ্যোগ নিয়েছে।
রাস্তাঘাটের যানজট এড়িয়ে রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে আগামী দিনে অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে এয়ার এম্বুলেন্স। এমনকি পরিবেশবান্ধব এই পরিবহন দূষণ রোধেও নেবে গুরুত্বপূর্ণ ভূমিকা। সব মিলিয়ে আগামী কয়েক বছরের মধ্যেই দেশের পরিবহন মানচিত্রে আসতে চলেছে বড় পরিবর্তন। রাজপথের পাশাপাশি দেশের আকাশ পথেও লাগবে গণপরিবহনের জোয়ার।