সফলভাবে লঞ্চ হল ভারতের প্রথম প্রাইভেট স্যাটেলাইট পিক্সেল! প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের (India) প্রথম প্রাইভেট স্যাটেলাইট Pixel সফলভাবে লঞ্চ হয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “X” মাধ্যমে ভারতের প্রথম প্রাইভেট স্যাটেলাইট কনস্টলেশন লঞ্চ করার জন্য Pixel Space-এর প্রশংসা করে পোস্ট করেছেন। যেখানে প্রধানমন্ত্রী বলেন যে, “এটি ভারতীয় তরুণদের অসাধারণ প্রতিভা এবং মহাকাশ শিল্পে প্রাইভেট সেক্টরের ক্রমবর্ধমান সক্ষমতার বিষয়টি উপস্থাপিত করে। জানিয়ে রাখি যে, বেঙ্গালুরুতে স্থিত এই সংস্থাটির দেশের প্রথম প্রাইভেট স্যাটেলাইট Pixel ২০২২ সালের এপ্রিলে মহাকাশ যাত্রা শুরু করেছিল।

ভারতের (India) প্রথম প্রাইভেট স্যাটেলাইট পিক্সেল:

প্রসঙ্গত উল্লেখ্য যে, Pixel বেঙ্গালুরুতে স্থিত একটি স্পেস স্টার্টআপ কোম্পানি। যেটি গত বুধবার দেশের (India) প্রথম ব্যক্তিগত ইমেজিং স্যাটেলাইট কনস্টলেশন লঞ্চ করেছে। ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেট ব্যবহার করে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে এই সেটি উৎক্ষেপণ করা হয়। “ফায়ারফ্লাই” কনস্টলেশন তথা নক্ষত্রমণ্ডলের ৩ টি উপগ্রহ পৃথিবীর কক্ষপথের ৫০০ কিলোমিটার নিচে স্থাপন করা হয়েছে।

বিড়লা ইনস্টিটিউটের পড়ুয়াদের উদ্যোগ: জানিয়ে রাখি যে, ২০১৯ সালে Pixel আওয়াইস আহমেদ এবং ক্ষিতিজ খান্ডেলওয়াল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। দু’জনেই সেই সময়ে পিলানির বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্সে অধ্যয়নরত ছিলেন। তাঁরা প্রাথমিক রাউন্ডে ৯৫ মিলিয়ন ডলারের ফান্ডিং সংগ্রহ করেন। যা এই সংস্থার জন্য একটি বড় অর্জন হিসাবে বিবেচিত হয়। Pixel-এর স্যাটেলাইটগুলির মূল উদ্দেশ্য হল পৃথিবীর কক্ষপথে উপস্থিত মহাজগতিক বস্তুগুলি পর্যবেক্ষণ করা এবং পৃথিবীর গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে রেকর্ড করা।

আরও পড়ুন: “কাঙাল” পাকিস্তান এবার ঘোর সঙ্কটে! বড়সড় দুঃসংবাদ দিল IMF, এবার কি করবেন শরিফ?

প্রশংসা করেছেন প্রাক্তন ISRO প্রধানও: Pixel-এর সাফল্যকে অভিনন্দন জানিয়ে ISRO-র প্রাক্তন প্রধান ডঃ এস সোমনাথ জানিয়েছেন যে, “হাইপারস্পেকট্রাল ইমেজিং ক্ষমতার প্রভাব এই ক্ষেত্রের জন্য একটি বড় উপহার হিসেবে প্রমাণিত হবে।’ এই Pixel স্যাটেলাইটগুলি জলবায়ু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং পৃথিবী সম্পর্কিত তথ্য সংগ্রহ করার জন্য ডিজাইন করা হয়েছে। “ফায়ারফ্লাই” কনস্টলেশন উন্নত স্পেক্ট্রাল ক্ষমতা, রিয়েল টাইম ডেটা সংগ্রহ এবং বিস্তৃত অ্যাপ্লিকেশন দিয়ে সজ্জিত রয়েছে।

আরও পড়ুন: এন্ট্রি নিলেন শামি, “আউট” হলেন সিরাজ! চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কতটা শক্তিশালী ভারতীয় দল?

এখনও পর্যন্ত, ভারতে (India) নির্ভুল আর্থ ইমেজিং স্যাটেলাইটগুলি প্রধানত ISRO দ্বারা পরিচালিত হয়েছে। যার বর্তমানে প্রায় ৫২ টি উপগ্রহ রয়েছে। তবে, Pixel-এর মতো কোম্পানিগুলি বেসরকারি ক্ষেত্রে মহাকাশ উৎক্ষেপণকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর