টাটা গ্রুপের ৯১,০০০ কোটি টাকার চমক! এই শহরেই তৈরি হচ্ছে ভারতের প্রথম স্মার্ট ইন্ডাস্ট্রিয়াল সিটি

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের প্রথম স্মার্ট ইন্ডাস্ট্রিয়াল সিটি তৈরি হচ্ছে গুজরাটের ধলেরায়। এদিকে, টাটা গ্রুপ দেশের (India) প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট স্থাপন করছে। জানিয়ে রাখি যে, ধলেরাকে বলা হয় ভারতের ভবিষ্যতের সিঙ্গাপুর।

ভারতের (India) প্রথম স্মার্ট ইন্ডাস্ট্রিয়াল সিটি:

আহমেদাবাদ থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে থাকা ধলেরা সিন্ধু সভ্যতার লোথাল শহরের ওপর অবস্থিত। যেটি এখন ভারতের (India) প্রথম স্মার্ট ইন্ডাস্ট্রিয়াল শহর হতে চলেছে। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে “ধলেরা ইন্ডাস্ট্রিয়াল সিটি ডেভেলপমেন্ট লিমিটেড” কোম্পানি প্রতিষ্ঠা করেছে। এখানে বিভিন্ন জায়গায় দ্রুত গতিতে কাজ চলছে। শুধু তাই নয়, একটি আন্তর্জাতিক বিমানবন্দরও তৈরি করা হচ্ছে। এছাড়াও, টাটা গ্রুপ ৯১,০০০ কোটি টাকা ব্যয়ে একটি সেমিকন্ডাক্টর ফ্যাব প্ল্যান্ট স্থাপনও শুরু করেছে।

India first smart industrial city is being built in this city.

বেসরকারি সংস্থাগুলি ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, এখনও পর্যন্ত সেখানে বেসরকারি সংস্থাগুলি ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকার ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে বলেও জানা গিয়েছে। ইন্ডিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশনের (IESA) অনুমান অনুযায়ী, ধলেরা ভারতের শিল্প বৃদ্ধিতে বিপ্লব ঘটাবে। পাশাপাশি, IESA-র কোষাধ্যক্ষ সুধীর নায়ক বলেছেন যে ভারতে ২০৩০ সালের মধ্যে ৫০০ বিলিয়ন ডলার মূল্যের ইলেকট্রনিক সরবরাহের প্রয়োজন হবে। এর বেশিরভাগ সরবরাহ হবে ধলেরা থেকে।

আরও পড়ুন: গোপনে ভারত থেকে এই জিনিস কিনছে পাকিস্তান! সত্যি সামনে আসতেই মুখোশ খুলল শেহবাজ সরকারের

জুলাইতে শুরু হবে ধলেরা আন্তর্জাতিক বিমানবন্দর: এদিকে, আগামী জুলাই মাসে ধলেরায় আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে। এর পাশাপাশি আহমেদাবাদ থেকে ধলেরা পর্যন্ত ছয় লেনের রাস্তা তৈরি করা হয়েছে এবং মেট্রোর জন্য জমি নেওয়া হয়েছে। ৯২২ বর্গ কিলোমিটারের এশিয়ার বৃহত্তম ল্যান্ড ব্যাঙ্কও রয়েছে ধলেরায়। শিল্পের জন্য প্লাগ অ্যান্ড প্লে পরিকাঠামো প্রস্তুত করা হচ্ছে। এই আধুনিক শিল্পনগরীতে মানুষের জীবনযাত্রার মানের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফের সঙ্কটে “কাঙাল” পাকিস্তান! চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করে বিপুল ক্ষতির সম্মুখীন পড়শি দেশ

বিশ্বমানের পরিকাঠামো: এই প্রসঙ্গে ASSOCHAM গুজরাটের সভাপতি চিন্তন ঠাকর বলেছেন, শুধু ভারত (India) নয়, বিশ্বের বিভিন্ন দেশের শিল্প সংস্থাগুলি ধলেরা দ্বারা প্রভাবিত হয়েছে। সেখানে বিশ্বমানের পরিকাঠামো থেকে শুরু করে সামাজিক পরিকাঠামো, টেকনোলজি, এজ অফ গভর্নেন্স এবং সাস্টেনেবিলিটির দিকে নজর দেওয়া হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর