১০ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ! ভারতের প্রথম মহিলা স্কাইডাইভার হয়ে ইতিহাস গড়লেন মঞ্জু

বাংলা হান্ট ডেস্কঃ হরিয়ানার মেয়ে মঞ্জু ইতিহাসের পাতায় জুড়লো এক নয়া অধ্যায়। আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে প্রতিটি নারী। তবে তা বাস্তবায়িত করতে পারে সেই যার মধ্যে থেকে নিজের স্বপ্ন জয় করার আত্মবিশ্বাস। সেইরকমই এক বলিষ্ঠ উদাহরণস্বরূপ নিজের স্বপ্ন সত্যি করে দেশের প্রথম মহিলা সৈনিক স্কাইডাইভার রূপে নজির গড়লেন হরিয়ানার মঞ্জু নায়েক।

পুরুষদের টেক্কা দিয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা সেনা স্কাইডাইভারের তকমা জিতেছেন তিনি। স্কুলে কবাডি খেলোয়াড় ছিলেন মঞ্জু। ল্যান্সনায়েক মঞ্জু মিলিটারি পুলিসের সদস্য তিনি। হরিয়ানার মঞ্জু দেশের প্রথম মহিলা সৈনিক স্কাইডাইভার যিনি প্রায় ১০,০০০ ফুট উচ্চতা থেকে লাফ দিয়েছেন। আর তাঁর এই গর্বের ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড। তাঁর আকাশ ছোঁয়ার ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।

প্রসঙ্গত ALH ধ্রুব চপারে করেই এই স্কাইডাইভের জন্য লাফ দেন তিনি। চলতি মাসের আগামী ২৭ নভেম্বর স্পোর্টস স্কুল নিদানিতে তাঁকে বীরত্বের সম্মাননা জানানো হবে।

OOOOO

হরিয়ানার মেয়ে মঞ্জু ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে যুক্ত করলেন। দেশের প্রথম নারী সৈনিক স্কাইডাইভার হলেন ধমতন সাহেব গ্রামের মেয়ে মঞ্জু নায়েক। তার সাথেই তিনি অনুপ্রেরণা হয়ে উঠলেন লক্ষ-লক্ষ নারীর কাছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর