বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতীয় ফুটবল দলের ভাইরাল ছবি কাটাচ্ছে বিদ্বেষ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে আন্তর্জাতিক ফুটবল জগতে চলছে ইন্টারন্যাশনাল ব্রেক। অর্থাৎ বেশিরভাগ ফুটবল বিশ্বে ক্লাব ফুটবল স্থগিত রয়েছে। বেশ কিছু দেশ এখন খেলছে বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ। আর যে সমস্ত দেশ ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছেন বা যাদের আর সম্ভাবনা নেই যোগ্যতা অর্জনের তারা খেলছেন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এমনই একটি প্রীতি ম্যাচে ইউরোপিয়ান নেশন বেলারুশের বিরুদ্ধে নামার আগে ভারতীয় ফুটবলার দলের একটি ছবি নেট মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় হয়ে পড়েছে। সেই ছবিতে তিন ফুটবলারকে একসাথে দাঁড়িয়ে প্রার্থনা করতে দেখা যাচ্ছে।

সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফুটবলভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষ যারা হয়তো ফুটবল বোঝেন না, তাদেরও আলোচনায় উঠে আসছে তিন ফুটবলারের পাশাপাশি দাঁড়িয়ে ভগবানের কাছে প্রার্থনার ছবি। ভারতীয় দলের তিন সদস্য হলেন হর্মিপাম রুইভা, মনবীর সিংহ এবং ভিপি সুহের। ভারতীয় ফুটবল দলের এই তিন সদস্য তিনটি ভিন্ন ধর্মে বিশ্বাসী এবং একই জায়গায় দাঁড়িয়ে নিজের নিজের ধর্মীয় রীতি মেনেই প্রার্থনা করছিলেন তারা।

খেলতে গিয়ে মাঠে পা রাখার আগে খেলোয়াড়দের এই প্রার্থনা করা নতুন বিষয় নয়। বিশ্ব ফুটবলের অনেক নামীদামী তারকাকেও এমনটা করতে দেখা যায়। সকলেই নিজের দলের জন্য সেরাটা বার করে আনতে চান। সেইজন্য নিজ ধর্মের আরাধ্য ঈশ্বরের কাছে সকলে প্রার্থনা করে থাকেন। কিন্তু এদিন ভারতীয় ফুটবলে যে দৃশ্যটি দেখা গেল, তা হয়তো গোটা বিশ্বের মধ্যে অত্যন্ত বিরল

‘নানা ভাষা, নানা মত, নানা পরিধান,
বিবিধের মাঝে দেখো মিলন মহান।’
-অতুলপ্রসাদের লেখা ভারতের বৈচিত্র্যর মধ্যে ঐক্য সংক্রান্ত এই লাইনটি সকলের কাছেই অত্যন্ত প্রিয়। মনবীর, সুহেরদের এই ছবি সেই ভাবনাটিকেই সুদৃঢ় করলো শুধুমাত্র। যদিও মাঠে কাল নিজেদের থেকে অনেক শক্তিশালী বেলারুশের বিরুদ্ধে ০-৩ ফলে হেরেছিল ভারত। ৩টি গোলই তাদের হজম করতে হয়েছিল দ্বিতীয়ার্ধে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর