এবার রাশিয়াকে টপকে বিশ্বের চতুর্থ স্থানে উঠে এল ভারত, জানুন কোন দিক থেকে

গোটা বিশ্বের অর্থনীতিতে যখন করোনা অতিমারী ব্যাপক মাত্রায় নেতিবাচক প্রভাব ফেলেছে, সেই সময় বৈদেশিক মুদ্রা সংরক্ষণে রাশিয়াকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশে পরিণত হল ভারত (India)। দক্ষিণ এশীয় দেশের কেন্দ্রীয় ব্যাংক গুলি কোনো রকম হটাৎ বাহ্যিক ধাক্কার বিরুদ্ধে অর্থনৈতিক নিরাপত্তার বজিয়ে রাখতে ডলার সংগ্রহ করে চলেছে। সেই তালিকায় ভারত রাশিয়াকে টপকে চতুর্থ স্থান দখল করল।

এতদিন ভারত এবং রাশিয়া উভয় দেশই বৈদেশিক মুদ্রা সংরক্ষণে প্রায় সমান ভাবে এগিয়ে চলছিল। তবে এক মাসে হটাৎ বৃদ্ধির কারণে ভারত রাশিয়াকে বিগত কয়েক সপ্তাহে তা সংগ্রহে অনেকাংশে এগিয়ে যায়।

India Russia

শক্রবার রিজার্ভ ব্যাংকের তরফে দেওয়া বিবৃতি থেকে জানা যাচ্ছে, ৫ মার্চ অবধি বৈদেশিক মুদ্রা সংরক্ষণে ভারতের ৪.৩ বিলিয়ন ডলার ঘাটতি হলেও, তা রাশিয়ার ৫৮০ বিলিয়ন ডলারের থেকে ০.২ বিলিয়ন ডলার বেশি। অর্থাৎ মার্চের হিসেবে ভারতের বর্তমান বৈদেশিক মুদ্রা সংরক্ষণ হল ৫৮০.৩ বিলিয়ন ডলার।

বিগত ১৪ মাসে ভারত আমদানি কমাতে সংরক্ষণ, স্থানীয় শেয়ার বাজারে বৈদেশিক বিনিয়োগ এবং ক্রমবর্ধমান বিনিয়োগের উত্থানের উপর জোর দেওয়া দেয়। যার ফলেই ভারতের এই বৈদেশিক মুদ্রা সংরক্ষণে উন্নতি ধরা পড়ে।

উল্লেখ্য, গত বছর আরবিআই স্পট ফরেক্স মার্কেট থেকে (Spot Forex Market) মাত্র ৮৮ বিলিয়ন ডলার কিনেছিল। যার ফলে এশিয়ার বৃহত্তম কারেন্সিগুলির মধ্যে টাকার(Rupee) সবথেকে খারাপ পারফরম্যান্স চোখে পড়েছিল। তবে বর্তমান বিদেশী মুদ্রা সংরক্ষণে ভারতের শক্তিশালী অবস্থানের প্রেক্ষিতে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানান যে, ‘ উদীয়মান বাজারে কেন্দ্রীয় ব্যাংক গুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে না তাকিয়ে যেকোন বাহ্যিক ধাক্কাকে রোধ করতে সর্বদা তৈরি থাকতে হবে’। ফলস্বরূপ অর্থনৈতিক মন্দার মধ্যে বৈদেশিক মুদ্রা সংরক্ষণে ভারত যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে।

সম্পর্কিত খবর