কলকাতায় যৌথভাবে যুদ্ধজাহাজ তৈরি করবে ভারত-ফ্রান্স! স্বাক্ষরিত হল মৌ, হবে বিদেশেও রফতানি

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। জানা গিয়েছে, কলকাতা (Kolkata) এবং মুম্বইয়ে (Mumbai) ডুবোজাহাজ ও যুদ্ধজাহাজ তৈরির পর এবার সেগুলি সরাসরি বিদেশে রফতানি করা হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই এই প্রসঙ্গে ভারত (India) এবং ফ্রান্সের (France) প্রতিরক্ষা বিষয়ক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মধ্যে মউ স্বাক্ষরিত হয়েছে।

উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের “মেক ইন ইন্ডিয়া” প্রকল্পের ওপর ভর করেই ফ্রান্সের নেভাল গ্রুপের সঙ্গে যৌথভাবে স্করপিওন ক্লাসের সাবমেরিন তৈরি করবে মুম্বইয়ের মাঝগাঁও ডকইয়ার্ড লিমিটেড। পাশাপাশি, নেভাল গ্রুপের সঙ্গেই সম্মিলিতভাবে যুদ্ধজাহাজ তৈরি করবে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদীর প্যারিস সফরের শেষে ভারত এবং ফ্রান্সের যৌথ বিবৃতির মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আনা হয়েছে।

সেখানে বলা হয়েছে, “মেক ইন ইন্ডিয়া” প্রকল্পের আওতায় ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে প্রথম স্করপিওন সাবমেরিন (পি৭৫-কালভেরি) তৈরি করা হয়েছে। এদিকে, ওই কর্মসূচির আওতায় আরও তিনটি সাবমেরিন তৈরির জন্য মউ স্বাক্ষর করেছে ফ্রান্সের নেভাল গ্রুপ এবং মাঝগাঁও ডকইয়ার্ড লিমিটেড।

কলকাতায় তৈরি হবে যুদ্ধজাহাজ: ওই যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ভারত এবং আন্তর্জাতিক নৌবাহিনীর অর্থাৎ অন্য কোনো দেশের নৌবাহিনীর চাহিদা পূরণের লক্ষ্যে যুদ্ধজাহাজ তৈরি করার উদ্দেশ্যে এবার ফ্রান্সের নেভাল গ্রুপের সঙ্গে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে মউ স্বাক্ষরিত হয়েছে।

এমতাবস্থায়, কলকাতায় ওই যুদ্ধজাহাজগুলি তৈরি করা হবে। শুধু তাই নয়, সেগুলিকে বিদেশেও রফতানি করা হবে। এছাড়াও, সেগুলি ভারতেরও প্রয়োজনে ব্যবহার করা হবে বলেও ওই যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়াও, বিবৃতিতে আরও জানানো হয় যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের ক্ষেত্রে একে অপরের পাশে রয়েছে ভারত এবং ফ্রান্স।

 India-France will jointly build warships in Kolkata

এদিকে, সন্ত্রাস-বিরোধী ক্ষেত্রে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (NCG) সঙ্গে কাজ করবে ফ্রান্সের বাহিনী। অর্থাৎ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রেও একজোট হয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ভারত এবং ফ্রান্স।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর