আন্তর্জাতিক স্তরে পাত্তাই পেলনা পাকিস্তান! ভারতের একটি সিদ্ধান্তেই মাথায় হাত ইসলামাবাদের

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, BRICS-এর সদস্যপদ পাওয়ার আশায় থাকা পাকিস্তান বড় ধাক্কা পেয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের (India) প্রবল বিরোধিতার কারণে পাকিস্তান শুধু BRICS-এর সদস্যপদ থেকে বঞ্চিত হয়নি, পাশাপাশি পার্টনার কান্ট্রিজ তথা অংশীদার দেশের তালিকাতেও জায়গা করে নিতে পারেনি। এদিকে, তুরস্ক নিজেকে BRICS অংশীদার দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে উল্লেখযোগ্য লাভ করেছে।

পাকিস্তানকে বড় ঝটকা দিল ভারত (India):

জানিয়ে রাখি যে, রাশিয়া সম্প্রতি ১৩ টি নতুন অংশীদার দেশের নাম ঘোষণা করেছে। এই দেশগুলির মধ্যে রয়েছে আলজেরিয়া, বেলারুশ, বলিভিয়া, কিউবা, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, তুরস্ক, উগান্ডা, নাইজেরিয়া, উজবেকিস্তান এবং ভিয়েতনাম। এই দেশগুলি আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে BRICS-এর অংশীদার দেশে পরিণত হবে। এদিকে, চিন ও রাশিয়ার সমর্থন নিয়ে BRICS-এ প্রবেশের চেষ্টা করা পাকিস্তান এই তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।

তুরস্কের সাফল্যের কারণ: প্রসঙ্গত উল্লেখ্য যে, কাশ্মীর ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের অবস্থান পরিবর্তনের কারণে ভারত (India) তুরস্কের দাবির বিরোধিতা করেনি বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ভারতের কঠোর অবস্থানের কারণে পাকিস্তানের BRICS-এ যোগদানের প্রচেষ্টা ব্যর্থ হয়। অর্থাৎ সামগ্রিকভাবে দেখতে গেলে, তুরস্কের সাফল্য কূটনৈতিক নমনীয়তা এবং কৌশলের গুরুত্বের অন্যতম উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এমতাবস্থায়, পাকিস্তানকে এখন তার কূটনৈতিক প্রচেষ্টা পুনর্বিবেচনা করতে হবে।

India gave a big shock to Pakistan.

পাকিস্তানের তীব্র সমালোচনা: এদিকে, পাকিস্তানের এই ব্যর্থতার তীব্র সমালোচনা হচ্ছে তাদের নিজের দেশেই। পাকিস্তানের বিদেশ বিষয়ক বিশেষজ্ঞ মারিয়ানা বাবর এই সামগ্রিক বিষয়টিকে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের “সম্পূর্ণ ব্যর্থতা” বলে অভিহিত করেছেন। তিনি এটাও জানান যে, নাইজেরিয়ার মতো একটি দেশও পাকিস্তানের চেয়ে ভালো পারফর্ম করেছে এবং BRICS অংশীদার দেশ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! সামনে এল চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি, কবে-কোথায় রয়েছে ভারতের ম্যাচ?

BRICS-এ ভারতের কঠোর অবস্থান: জানিয়ে রাখি যে, BRICS-এ নতুন সদস্য দেশগুলিকে অন্তর্ভুক্ত করতে, সমস্ত প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মতি প্রয়োজন হয়। এমতাবস্থায়, ভারত (India) পাকিস্তানের দাবির তীব্র বিরোধিতা করেছিল। যার কারণে পাকিস্তানের BRICS সদস্য হওয়ার স্বপ্ন পূরণ হতে পারেনি। যদিও, চিন এবং রাশিয়া পাকিস্তানের সমর্থন করার চেষ্টা করেছিল।

আরও পড়ুন: “আমি বেঁচে আছি….”, হাসপাতালে ভর্তি হওয়ার পর সামনে এল কাম্বলির প্রথম প্রতিক্রিয়া, জানালেন….

কি জানিয়েছেন বিশেষজ্ঞরা: বিশেষজ্ঞরা মনে করেন, BRICS-এ যোগ দিয়ে পাকিস্তান অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা পেতে পারত। তবে ভারতের (India) কঠোর অবস্থান এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রকের দুর্বল কৌশল তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করেছে। যার জেরে শুরু হয়েছে সমালোচনাও।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর