বাংলা হান্ট ডেস্ক: ভারত (India) বিরোধী বক্তব্যের কারণে মালদ্বীপের (Maldives) প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর (Mohamed Muizzu) সরকারকে এখন ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। জানা গিয়েছে যে, এবার মালদ্বীপকে দেওয়া অর্থনৈতিক সাহায্য কমিয়েছে ভারত। ২০২৪-২৫ সালের অন্তর্বর্তীকালীন বাজেটে এই প্রসঙ্গে ঘোষণা করা হয়েছে। অপরদিকে, নেপাল (Nepal) ও শ্রীলঙ্কার (Sri Lanka) মতো প্রতিবেশী দেশগুলিকে দেওয়া সহায়তা বাড়ানো হয়েছে বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য যে, অর্থ মন্ত্রক ২০২৪-২৫-এর বাজেটে বন্ধুত্বপূর্ণ দেশগুলিকে ভারতের তরফে দেওয়া আর্থিক সহায়তার তথ্য দিয়েছে। অর্থ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, ভারত সরকার ২০২৪-২৫ সালে মালদ্বীপকে ৬০০ কোটি টাকার সহায়তা প্রদান করবে। তবে, মোদী সরকার ২০২৪-২৫ সালে মালদ্বীপকে দেওয়া সাহায্য ২২ শতাংশ কমিয়েছে। এদিকে, ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য মালদ্বীপকে ৭৭০ কোটি টাকার সহায়তা প্রদান করা হয়েছিল। যা এবার কমিয়ে ৬০০ কোটি টাকা করা হয়েছে।
এদিকে, এর আগে, সরকার মালদ্বীপকে দেওয়া সাহায্য ক্রমাগত বাড়িয়েছিল। তিন বছরের মধ্যে এই প্রথম মালদ্বীপের আর্থিক সাহায্য কমানো হল। উল্লেখ্য যে, ২০২২-২৩ সালের তুলনায় ২০২৩-২৪ সালে মালদ্বীপকে দেওয়া অর্থনৈতিক সহায়তা ৪ গুণেরও বেশি বৃদ্ধি করা হয়। ২০২২-২৩ সালে মালদ্বীপকে ১৮৩ কোটি টাকার সহায়তা দেওয়া হয়। যা ২০২৩-২৪ সালে বেড়ে হয় ৭৭০ কোটি টাকা। কিন্তু, এখন তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে, সরকারের এহেন সিদ্ধান্তের পেছনে মালদ্বীপের মুইজ্জু সরকারের ভারত বিরোধী মনোভাবকেই আসল কারণ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু, যিনি ক্রমাগত ভারত বিরোধী মনোভাব উস্কে দিচ্ছেন। সম্প্রতি তাঁর সরকারের মন্ত্রীরা ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর কথা বলেন। এই প্রসঙ্গে কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে উত্তেজনার আবহ বজায় রয়েছে। এমনকি, মহম্মদ মুইজ্জু নিজেই ভারত বিরোধী মনোভাব উস্কে ক্ষমতায় এসেছেন। পাশাপাশি, তিনি সম্প্রতি মালদ্বীপে থাকা ভারতীয় সেনাদের ১৫ মার্চের মধ্যে প্রত্যাহারের দাবিও জানান।
এমতাবস্থায়, মালদ্বীপের এহেন নেতিবাচক মানসিকতাকে প্রত্যক্ষ করে ভারত মালদ্বীপ থেকে সাহায্য প্রত্যাহার শুরু করেছে। উল্লেখ্য যে, ভারত তার প্রতিবেশী দেশগুলিকে তাদের উন্নয়নের জন্য ক্রমাগত অর্থনৈতিক সহায়তা প্রদান করে আসছে। সেই উদ্দেশ্য নিয়েই মালদ্বীপকে সাহায্য করেছিল ভারত। যে সময়ে সাহায্যের হাত বাড়ানো হয়েছিল, সেই সময়ে ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতি। যিনি ভারতের সমর্থক হিসেবে বিবেচিত হন। তবে, এবার ভারতের এই পদক্ষেপে মালদ্বীপ একটি বড় ধাক্কা পাবে। কারণ ভারত যে সাহায্য দেয় তা মালদ্বীপের মোট বাজেটের প্রায় ১.৫ শতাংশ।
আরও পড়ুন: বড় ধামাকার জন্য প্রস্তুত Tata! আসতে চলেছে এই ৪ টি দুর্ধর্ষ বৈদ্যুতিক গাড়ি, EV মার্কেটে এবার উঠবে ঝড়
নেপাল ও শ্রীলঙ্কার আর্থিক সাহায্য বাড়ানো হয়েছে: জানিয়ে রাখি যে, ভারত ২০২৪-২৫ সালে নেপাল ও শ্রীলঙ্কার জন্য আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩-২৪ সালে নেপালকে ৬৫০ কোটি টাকার সহায়তা প্রদান করা হয়। তবে, ২০২৪-২৫ সালে নেপালকে ৭০০ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, ভারত এখন শ্রীলঙ্কাকে ৬০ কোটি টাকার পরিবর্তে ৭৫ কোটি টাকার সহায়তা দেবে।
আরও পড়ুন: বক্স অফিসে বাবার ঝড়, ছেলে কাঁপাচ্ছেন মাঠ! টানা ৪ ম্যাচে ৫ টি সেঞ্চুরি “12th Fail” পরিচালকের পুত্রের
এছাড়াও, ভারত বাংলাদেশ ও মায়ানমারকে যথাক্রমে ১২০ কোটি এবং ২৫০ কোটি টাকা প্রদান করবে। এদিকে, ভারত আরও একটি প্রতিবেশী দেশ ভুটানকে ২,০৬৮ কোটি টাকার সহায়তা ও ঋণ দেবে। এছাড়াও, ভারত ইরানে নির্মিত চাবাহার বন্দরের জন্য ১০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি, আফগানিস্তানকে দেওয়া হবে ২০০ কোটি টাকা।