এই গ্রীষ্মে চিনকে স্বস্তি দিল ভারত, নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ, ব্যাপারটা কী?

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে (India) শুরু হয়ে গিয়েছে গরমের দাপট। এমতাবস্থায়, হু হু করে বৃদ্ধি পায় AC-র চাহিদা। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গরমের মোকাবিলা করার লক্ষ্যে সরকার AC বা AC-র কম্প্রেসার তৈরি করে এমন চিনা কোম্পানিগুলিকে ছাড় দেওয়ার কথা ভাবছে।

বড় পদক্ষেপের পথে ভারত (India):

মূলত, সরকারের লক্ষ্য হল দেশজুড়ে (India) AC-র চাহিদা পূরণ করা এবং এই প্রয়োজনীয় জিনিসগুলির জন্য দেশকে আত্মনির্ভর করে তোলা। তবে, ক্রমবর্ধমান ভারতীয় চাহিদা চিনা কোম্পানিগুলি মেটাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। কারণ, ভারতের দেশীয় কোম্পানিগুলির উৎপাদন চাহিদা অনুযায়ী কম।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৪ সালে গরমের ক্ষেত্রে রেকর্ড তাপমাত্রা পরিলক্ষিত হয়েছিল। চলতি বছরেও তীব্র গরমের পূর্বাভাস রয়েছে। এমতাবস্থায়, সরকার AC এবং রেফ্রিজারেটর প্রস্তুতকারীদের আরও কম্প্রেসার উৎপাদন কারখানা তৈরি করতে বলেছে। এর জন্য, সরকার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ব্যুরো সার্টিফিকেশনের প্রয়োজনীয়তাও শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের উদ্দেশ্য হল পরিষ্কার। তারা আসলে যেকোনও উপায়ে চাহিদা পূরণ করার পথেই হাঁটছে।

India gave China a reprieve this summer.

সহজ হচ্ছে ব্যবসার নিয়ম: প্রসঙ্গত উল্লেখ্য যে, আমদানি বাড়াতে এবং দেশের (India) চাহিদা মেটাতে চিনসহ একাধিক দেশ থেকে এক বছরের জন্য কম্প্রেসার আমদানিতে বিআইএস নিয়ম শিথিল করেছে সরকার। আধিকারিকরা বলেছেন যে কেন্দ্র শিল্পকে চিনা সংস্থাগুলির সাথে অংশীদারিত্ব সহ বিনিয়োগের প্রস্তাব জমা দিতে বলেছে। কারণ তারা দেশকে কম্প্রেসার উৎপাদনে স্বনির্ভর করতে চায়।

আরও পড়ুন: সর্বনাশ! ঘরের মাঠে আসল সুবিধা থেকেই বঞ্চিত KKR, বাড়ছে ক্ষোভ, মাথায় হাত অনুরাগীদের

সরকারি আধিকারিকদের মতে, সরকার হোয়াইট গুডসের জন্য PLI (প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ) স্কিম পুনর্বিবেচনা করছে। কারণ তাদের জন্য কিছু বাজেট উপলব্ধ রয়েছে। এর পাশাপাশি, কম্প্রেসারের যে ঘাটতি রয়েছে সেটিও বিবেচনা করা হচ্ছে। হোয়াইট গুডসের জন্য PLI-কে কম্প্রেসার উৎপাদনের মতো উচ্চ মূল্যের বিনিয়োগগুলিকে আরও বেশি ইনসেনটিভ মোকাবেলা করতে হবে। কারণ এই ধরণের ফ্যাসিলিটি স্থাপনের জন্য ২৫০ থেকে ৪০০ কোটি টাকার বিনিয়োগের প্রয়োজন হবে।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েও মিলল না রেহাই? টিম ইন্ডিয়া থেকে কাদের সরাতে চলেছে BCCI?

চিন সবথেকে বড় আমদানিকারী: বর্তমানে, বেশিরভাগ AC এবং রেফ্রিজারেটর কম্প্রেসার ভারতে (India) চিন থেকে আমদানি করা হয়। তাই দেশের অভ্যন্তরীণ কোম্পানিগুলি চিন থেকে আমদানিতে ৩ বছরের জন্য ছাড় দিতে সরকারের কাছে আবেদন করেছিল। জানিয়ে রাখি যে, ২০২৩ সালে, AC উৎপাদনকারী সংস্থা ভোল্টাসকে AC-র কম্প্রেসার উৎপাদনের পরিকল্পনা বাতিল করতে হয়। কারণ চিনের হেইলি গ্রুপের সাথে যৌথ উদ্যোগের প্রস্তাবটি সরকারের প্রেস নোট ৩ থেকে অনুমোদন পায়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর