বাংলাহান্ট ডেস্ক : নতুন বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক। ওপার বাংলায় সংখ্যালঘুদের উপরে একের পর এক অত্যাচারের অভিযোগ উঠছে। এ বিষয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। বাংলাদেশ সরকারের উচিত সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান করা।
চিন্ময় কৃষ্ণকে নিয়ে বাংলাদেশকে (Bangladesh) বার্তা নয়াদিল্লির
সম্প্রতি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ (Bangladesh)। সেই সঙ্গে সংখ্যালঘুদের উপরে অত্যাচারেরও একাধিক অভিযোগ উঠে আসছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র এদিন বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার হবে বলে আশা করা যায়। পাশাপাশি তাঁর আইনি অধিকারও অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত: বৃহস্পতিবার সংসদে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বাংলাদেশ (Bangladesh) পরিস্থিতি নিয়ে মুখ খোলেন। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিগত কয়েক মাস ধরেই বাংলাদেশে বিভিন্ন হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে আসছে। বিগ্রহ ভাঙচুরের অভিযোগ উঠছে। এ বছর দুর্গাপুজোর সময়েও ঢাকার তাঁতিবাজারের মণ্ডপে আক্রমণ এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে মায়ের মুকুট চুরির মতো ঘটনা ঘটেছে।
আরো পড়ুন : ইসকনকে “ভাতে মারার” প্ল্যান ইউনূস সরকারের! নেওয়া হল এই চরম পদক্ষেপ, ছিছিক্কার চারিদিকে
বাংলাদেশ সরকারকে স্পষ্ট বার্তা: তিনি আরো বলেন, এই ধরণের ঘটনা নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন। বাংলাদেশের (Bangladesh) সরকারের উদ্দেশে ভারতের বার্তা, সে দেশে বসবাসকারী সমস্ত হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুক সরকার। তাঁদের প্রার্থনার জায়গায় নিরাপত্তা রাখা হোক।
আরো পড়ুন : ভারতীয় কূটনীতিকদের ওপর আড়ি পাতছে কানাডা! চালাচ্ছে নজরদারিও, ফের সমালোচনার মুখে ট্রুডো
উল্লেখ্য, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে চলে আসার পর বর্তমানে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সে দেশে। কিন্তু ইউনূস সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে বিভিন্ন বিষয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্রের তরফে।