বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারত মায়ের যতজন বীর বিপ্লবী সন্তান রুখে দাঁড়িয়েছিলেন, তাঁদের মাঝে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ভগৎ সিং এর নাম। ব্রিটিশ সুপারিনটেনডেন্ট মিস্টার স্যান্ডার্সকে হত্যার অপরাধে মাত্র ২৩ বছর বয়সে ফাঁসি হয় তাঁর। সেই বীর শহিদ ভগৎ সিং কেই এবার ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দেওয়া হল পাকিস্তানে (Pakistan)। সে দেশের হাইকোর্টে এক মামলার পরিপ্রেক্ষিতে ভগৎ সিং কে নিয়ে করা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।
ভগৎ সিংকে সন্ত্রাসবাদী আখ্যা পাকিস্তানের (Pakistan)
ভগৎ সিং এর জন্ম হয়েছিল ব্রিটিশ ভারতের লায়ালপুরে, বর্তমানে যা পাকিস্তানের (Pakistan) ফয়সালাবাদ। তাঁর ফাঁসি হয় লাহোরে। সে সময় অবিভক্ত ভারত পাকিস্তানের স্বাধীনতার জন্য লড়ে শহিদ হয়েছিলেন ভগৎ সিং। আর আজ তাঁকেই কিনা ‘সন্ত্রাসবাদী’র তকমা দিল পাক (Pakistan) প্রশাসন! যেমনটা জানা গিয়েছে, লাহোর হাইকোর্টে একটি মামলার পরিপ্রেক্ষিতে এমন অপমানজনক মন্তব্য করা হয় বীর শহিদকে নিয়ে।
লাহোর হাইকোর্টের মামলায় বিতর্ক: একটি এলাকার নাম বদল এবং শহিদ ভগৎ সিং এর মূর্তি বসানোর পরিকল্পনা নিয়ে একটি মামলা হয়েছিল লাহোর হাইকোর্টে। ওই মামলায় গড়া হয়েছিল একটি এক সদস্যের কমিটি, যেখানে পাকিস্তানের (Pakistan) এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক তারিক মাজিদকে করা হয়েছিল কমিটির সদস্য। ওই অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক নিজের রিপোর্টে দাবি করেন, ভগৎ সিং নাকি স্বাধীনতা সংগ্রামী ছিলেন না।
আরো পড়ুন : বড় খবর! প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে বার্তা এল পুলিশের কাছে, রয়েছে ISI যোগ, তোলপাড় দেশ
কী জবাব দিল ভারত: এরপর ওই রিপোর্ট উদ্ধৃত করে সরকার পক্ষের সহকারী অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টকে জানান, ভগৎ সিং এর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ ছিল। লাহোর হাইকোর্টের এই ঘটনার প্রসঙ্গ ওঠে সংসদে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার অবগত আছে কিনা সে বিষয়ে প্রশ্ন রাখা হয়েছিল।
আরো পড়ুন : ক্রমশ ভয়াবহ হচ্ছে পরিস্থিতি! বাংলাদেশে ফের হামলা ইসকনের মন্দিরে, পুড়ল লক্ষ্মী-নারায়ণের বিগ্রহ
উত্তরে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, পাকিস্তানে (Pakistan) ভগৎ সিং কে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল তার বিরুদ্ধে ইসলামাবাদের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি পাকিস্তানে সংখ্যালঘুদের সংষ্কৃতির উপরে যে নির্যাতন চলছে তার বিরুদ্ধেও জানানো হয়েছে প্রতিবাদ।