বাংলাহান্ট ডেস্ক : ঝাড়খন্ডে (India) বড় আবিষ্কার করলেন ভূতাত্ত্বিকরা। প্রায় ১৪.৫ কোটি বছর পুরনো ‘গুপ্তধন’ খুঁজে পেয়েছেন তাঁরা, যা নিয়ে এই মুহূর্তে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। ভূতত্ত্ববিদ ড. রঞ্জিত কুমার সিং এবং ফরেস্ট রেঞ্জার রামচন্দ্র পাসওয়ান এই বড় তথ্যটি জানিয়েছেন। জানা গিয়েছে, মঙ্গলবার পাকুড় জেলার বারমাসিয়া (India) গ্রামে এই বড় আবিষ্কার হয়েছে। খোঁজ পাওয়া গিয়েছে প্রাগৈতিহাসিক যুগের ‘পেট্রিফাইড’ জীবাশ্মের।
মাটির নীচে থেকে গুপ্তধন পেলেন ভূতাত্ত্বিকরা
ঝাড়খন্ডের (India) ভূতাত্ত্বিকরা পেয়েছেন বড় সাফল্য। ভূতত্ত্ববিদদের ওই দল এক বিশালাকার গাছের জীবাশ্মের অবশেষ অংশ খুঁজে পেয়েছেন। মনে করা হচ্ছে, এই জীবাশ্ম প্রায় ১০-১৪.৫ কোটি বছর আগেকার। এই আবিষ্কার শুধুমাত্র বৈজ্ঞানিকদের কাছে বড় সাফল্য নয়। এই আবিষ্কারের জেরে ওই অঞ্চলের (India) প্রাচীন প্রাকৃতিক ইতিহাসের ঐতিহ্যকেও তুলে ধরবে।
কী বলছেন বিজ্ঞানীরা: এ বিষয়ে ড. সিং বলেন, ওই অঞ্চলে আরো অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। যাতে আবিষ্কৃত জীবাশ্মের সঠিক বয়স এবং পরিবেশগত প্রেক্ষাপট বোঝা যায়। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অঞ্চলকে সংরক্ষণের দাবিও জানিয়েছেন তিনি। অন্যদিকে ফরেস্ট রেঞ্জার রামচন্দ্র পাসওয়ান স্থানীয়দের কাছে আবেদন করেছেন, এলাকাটিকে (India) রক্ষা করার এবং কোনো ক্ষতি বা অবৈধ অনুপ্রবেশ আটকানোর জন্য। এতে স্থানীয় অর্থনীতিতেও লাভ হবে।
আরো পড়ুন : সিরিয়ালেও এবার “সিচুয়েশনশিপ”! “Gen Z” দর্শক টানতে দুরন্ত টুইস্ট জি বাংলার মেগায়
এলাকা সংরক্ষণের দাবি: এই বড় আবিষ্কারের পর ভূতত্ত্ববিদ, পরিবেশ গবেষক এবং অন্যান্যরা এলাকাটির বিশদে সমীক্ষা চালানোর প্রস্তাব দিয়েছেন। এর ফলে আরো গুরুত্বপূর্ণ তথ্য যেমন সংগ্রহ করা যাবে, তেমনি এলাকাটির ভূতাত্ত্বিক ইতিহাস (India), জীববৈচিত্র্য, পরিবেশ সুরক্ষা সংরক্ষণ করা যাবে। ড. সিং এর মতে, এই পাকুড় জেলা এমন পেট্রিফাইড জীবাশ্মে সমৃদ্ধ। স্থানীয় বিজ্ঞানে আগ্রহী জনগণের জন্য এই অঞ্চলটি সংরক্ষণ করার প্রয়োজন আছে বলে মন্তব্য করেন তিনি।
আরো পড়ুন : রক্তাক্ত শেয়ার বাজারে ফেব্রুয়ারির শেষ দিনেই ঘটল বিপর্যয়! মাথায় হাত বিনিয়োগকারীদের
জানা গিয়েছে, এ বিষয়ে ঝাড়খন্ড (India) বন বিভাগের সঙ্গে জমি ঐতিহ্য উন্নয়ন পরিকল্পনা প্রস্তাবিত হয়েছে। ঝাড়খন্ড রাজ্যের ইকোট্যুরিজম, বন বিভাগ, প্রশাসন এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করা হয়েছে। এই অঞ্চলে পৃথক ভাবে একটি জিওপার্ক তৈরির বিষয়েও আলোচনা হয়েছে বলে খবর।