বেয়ারস্টোর শতরান সত্ত্বেও বড় লিড পেল ভারত, সিরাজ-বুমরাদের দাপটে বেকায়দায় ইংল্যান্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এজবাস্টনে সিরিজ জয়ের পথে অ্যাডভান্টেজ ভারত। গতকাল ভারত প্রথম ইনিংস শেষ করেছিল ৪১৬ রানে। জাদেজা, পন্থের শতরানের পর দুর্দান্ত ৩১ রানের ক্যামিও খেলে ভারতকে ৪০০ রানের গন্ডি পেরোতে সাহায্য করেছিলেন অধিনায়ক বুমরা। তারপর ভারতীয় পেসারদের দাপটে রুট এবং আরও ৪ ব্যাটারকে খুঁইয়ে মাত্র ৮৪ রান তুলতে পেরেছিল।

প্রত্যাশামতোই আজ বেয়ারস্টোর ব্যাটে ভর করে লড়াইয়ে ফেরে ইংল্যান্ড। কিন্তু উল্টোদিক থেকে তেমন কোনও সাহায্য পাননি ইংল্যান্ড তারকা। বেন স্টোকস (২৫), স্যাম বিলিংস (৩৬), ম্যাথু পটস (১৯)-রা সেট হয়েও উইকেট খুঁইয়ে বসেন। কিন্তু ভারতীয় বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে ১৪০ বলে ১০৬ রানের প্রশংসনীয় ইনিংস খেলে আউট হন জনি বেয়ারস্টো।

1656861849457

গতকাল দিনটা বুমরার হলেও আজ কোনও উইকেট পাননি তিনি। বেন স্টোকসকে ফিরিয়ে প্রথম ধাক্কাটি দেন শার্দূল ঠাকুর। তারপর ইংল্যান্ডের লোয়ার অর্ডারকে ভাঙেন মহম্মদ সিরাজ। কিন্তু বেয়ারস্টোকে ফিরিয়ে ইংল্যান্ডকে সবচেয়ে বড় ধাক্কাটি দেন মহম্মদ শামি। ২৮৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। ১৩২ রানের প্রাথমিক লিড পায় ভারত।

রান তাড়া করতে নেমে ইতিমধ্যেই এক উইকেট হারিয়ে ফেলেছে ভারত। শুভমান গিলকে ফিরিয়ে দিয়েছেন অ্যান্ডারসন। চা বিরতির লেখার সময় ভারতের স্কোর ৩৭। ১৭ রানে ব্যাট করছেন পূজারা। তার সঙ্গে রয়েছেন হনুমা বিহারী (১০*)।

Reetabrata Deb

সম্পর্কিত খবর