টাইট হবে চিন, বন্ধু ভিয়েতনামকে বিধ্বংসী রণতরী উপহার ভারতের, মাথায় হাত ড্রাগনের

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশ ভারতকে (India) লাগাতার চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে চিন (China)। নয়া দিল্লির উদ্বেগ বাড়িয়ে মহাসাগরে ক্রমে আগ্রাসী হয়ে উঠছে ‘ড্রাগন’। দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপে তৈরি হচ্ছে সামরিক ঘাঁটি। ফলে বিপন্ন হচ্ছে মুক্ত বাণিজ্যপথ। আর এই পরিস্থিতিতে ভিয়েতনামকে (Vietnam) রণতরী উপহার দিল ভারত।

গত সোমবার অর্থাৎ চলতি মাসের ১৯ তারিখ রাজধানী দিল্লিতে ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফ্যান ভ্যান গ্যাংয়ের সঙ্গে বৈঠকে বসেন এ দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর সেখানেই বন্ধুদেশ ভিয়েতনামকে রণতরী উপহার দেওয়ার কথা ঘোষণা করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। জানা যাচ্ছে, INS কিরপাম (INS Kirpan) নামক ওই মিসাইল কর্ভেটটি তৈরি করা হচ্ছে দেশীয় প্রযুক্তিতে।

Ins Vikrant

এদিনের বৈঠক শেষে দু’দেশের প্রতিরক্ষা মন্ত্রী জানান, ‘প্রতিরক্ষার কথা মাথায় রেখে সাগর সংক্রান্ত বিষয়ে আরও সচেতনতা নিতে চাইছে দুই দেশ’। উল্লেখ্য, রবিবার দু’দিনের সফরে ভারতে এসেছিলেন ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ফ্যান ভ্যান গ্যাং। বিশেষজ্ঞদের মতে, তাঁর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ।

আসলে দক্ষিণ চিন সাগরের প্রায় গোটাটাই নিজেদের বলেই দাবি করছে ভারতের শত্রু দেশ চিন। ২০১৮ সালে চীনের একটি খনিজ উত্তোলনকারী জাহাজ ঢুকে পড়েছিল ভিয়েতনামের জলসীমায়। আর এতেই দুই দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।

আবার ২০২০ সালে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত প্যারিসেল দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ আইল্যান্ডের চীনা ফৌজের যুদ্ধবিমান মোতায়েনের জেরে উত্তেজনা তৈরি হয়েছিল বেজিং হ্যানয়। সম্প্রতি চিনকে সমস্যায় ফেলতে এবং অস্থির বাজারে ছাপ ফেলতে ফিলিপিনস এর কাছে সুপারসনিক ব্রহ্মাস ক্রুজ মিসাইল রপ্তানি করতে চুক্তিবদ্ধ হয়েছে ভারত।

এছাড়াও এই গ্রুপ মিসাইল রপ্তানির তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব এবং দক্ষিণ আফ্রিকার মত দেশগুলি। আসলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে নিয়ে তৈরি আসিয়ান গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হল ভিয়েতনাম। ফলে হ্যানই দিল্লি যুগলবন্দিতে বেজিংয়ের চিন্তা ক্রমশই বাড়বে।

additiya

সম্পর্কিত খবর