বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) নিয়ে অব্যাহত রয়েছে তরজা। সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নির্দেশ দেয় গুম খুনে অভিযুক্ত হাসিনা সহ এগারো জনকে বাংলাদেশে হাজিরা দিতে। এবার বাংলাদেশের অভিবাসন এবং পাসপোর্ট দফতর বাতিল করল হাসিনার (Sheikh Hasina) পাসপোর্ট। এমতাবস্থায় ভারতের তরফে প্রাক্তন বাংলাদেশি প্রধানমন্ত্রীর এদেশে থাকার মেয়াদ বৃদ্ধি করা হল।
হাসিনাকে (Sheikh Hasina) নিয়ে বড় সিদ্ধান্ত দিল্লির
কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, শেখ হাসিনার (Sheikh Hasina) ভারতে থাকার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে দিল্লির কূটনৈতিক সূত্রে দাবি, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি ‘কূটনৈতিক’ নয়, বরং আইনি। একটি দেশের অন্তর্বর্তী সরকার অন্য দেশের স্থায়ী সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে সমস্ত আইনি দিক খতিয়ে দেখা দরকার। হাসিনাকে (Sheikh Hasina) ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো কূটনৈতিক বার্তার উত্তর ঠিক সময়ে দেওয়া হবে বলেই জানা গিয়েছে।
যথাসময়ে পাঠানো হবে জবাব: বিদেশ মন্ত্রকের তরফে জানা গিয়েছে, বাংলাদেশের পাঠানো কূটনৈতিক বার্তার সব দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাসও সময় লেগে যেতে পারে। সেই কারণেই হাসিনার (Sheikh Hasina) ভারতে থাকায় মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত। দিল্লির ফরেন রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আবেদন করিয়ে শেখ হাসিনার (Sheikh Hasina) ভারতে থাকার কাগজ বৈধ করে নেওয়া হয়েছে বলে খবর।
আরো পড়ুন : শ্বেতার সিঁথি সিঁদুরে রাঙালেন রুবেল, অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল ছবি
হাসিনার পাসপোর্ট বাতিল বাংলাদেশের: অন্যদিকে আজ শেখ হাসিনা (Sheikh Hasina) সহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ। ইউনূস সরকারের প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন। এই ৯৭ জনের পাসপোর্ট বাতিল হওয়ার কারণ হিসেবে দাবি করা হয়েছে, এঁদের বিরুদ্ধে বাংলাদেশের জুলাই আন্দোলনে অত্যাচার চালানোর অভিযোগ রয়েছে। তবে হাসিনা (Sheikh Hasina) ছাড়া আর কাদের পাসপোর্ট বাতিল হয়েছে তা অবশ্য জানানো হয়নি।
আরো পড়ুন : দর্শকদের দাবিতে বদলে গেল ভাবনা, জি বাংলার এই সিরিয়াল নিয়ে বড় সিদ্ধান্ত চ্যানেলের
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বলেন, ভারত হাসিনাকে (Sheikh Hasina) ফেরত যদি না পাঠায়, সেক্ষেত্রে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে রাজি আছেন তাঁরা। এদিকে জানা গিয়েছে, শুধুমাত্র একটি কূটনৈতিক বার্তা বা ‘নোট ভার্বাল’ দিয়ে ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়েছিল বাংলাদেশ। দাবি পোক্ত করতে সব ধরণের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হয়নি বলেই খবর। কিন্তু এই ধরণের দাবির ক্ষেত্রে অনেক খুঁটিনাটি আইনি দিক থাকে, যেগুলির দিকে নজর দেওয়া হয়নি বলেই খবর সূত্রের। তবে দিল্লির তরফে সময় নিয়ে সমস্ত দিক খতিয়ে দেখেই জবাব দেওয়া হবে বলে খবর।