ভারতীয় টাকায় আন্তর্জাতিক বাজারে লেনদেন! নতুন পালক যুক্ত হতে চলেছে মুদ্রার মুকুটে

বাংলাহান্ট ডেস্ক : এবার বিশ্ববাজারে ভারতীয় মুদ্রার মান উন্নয়নের চেষ্টায় তৎপর ভারতীয় রিজার্ভ ব্যাংক। এবার থেকে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলারের পাশাপাশি ভারতীয় মুদ্রাকে প্রাধান্য দিতে চাইছে দেশের শীর্ষ ব্যাংক। তা নিয়ে ইতিমধ্যে তৎপরতাও শুরু করেছে তারা।

প্রায় প্রতিদিনই ডলারের তুলনায় হ্রাস পাচ্ছে ভারতীয় মুদ্রার দাম। বর্তমানে ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম অনেকটাই কম। এমন অবস্থায় রিজার্ভ ব্যাংক পরিকল্পনা করছে যাতে আন্তর্জাতিক লেনদেন ভারতীয় মুদ্রার মাধ্যমে হয়। এই বিষয়ে নির্দেশও জারি করেছে আরবিআই। নির্দেশিকায় উল্লেখ আছে, আন্তর্জাতিক স্তরের বাণিজ্যে বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে গতি আনতেই এই উদ্যোগ।

রিজার্ভ ব্যাংকের একটি বিবৃতিতে জানানো হয়েছে, রপ্তানি সহ আন্তর্জাতিক বাজারে ব্যবসা বৃদ্ধির চেষ্টা করছে ভারত। আন্তর্জাতিক স্তরে ব্যবসায় ভারতীয় মুদ্রায় লেনদেন করার ইচ্ছা বেশ কিছুদিন ধরেই জানাচ্ছিলেন ব্যবসায়ীরা। সেই মতোই এই ব্যবস্থা। এই ব্যবস্থার ফলে বর্তমান নিয়মের পাশাপাশি ইনভয়েসিং, পেমেন্ট এবং আমদানি বা রফতানির সেটেলমেন্ট ভারতীয় মুদ্রার মাধ্যমে করা যাবে।

প্রসঙ্গত ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত সপ্তাহে এমনই আর্জি জানিয়েছিল আরবিআইকে। এস বি আই এর বক্তব্য ছিল, সাম্প্রতিককালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আন্তর্জাতিক লেনদেনে কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছে। তাই ধীরে ধীরে ভারতীয় মুদ্রার প্রচলন আন্তর্জাতিক স্তরে বাড়ানো যেতে পারে।

সারাবিশ্বে যে মুদ্রার বিনিময় আদান-প্রদান করা যেতে পারে তাকেই আন্তর্জাতিক মুদ্রা বলা হয়ে থাকে। এক্ষেত্রে পহেলা নম্বরে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন ডলার। এরপরেই রয়েছে ইউরো। প্রসঙ্গত বহু আগেও ভারতীয় মুদ্রার মাধ্যমে বৈদেশিক ব্যবসা সংগঠিত হতো। ১৯৬০ সাল নাগাদ কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত এবং ওমান ভারতীয় টাকা গ্রহণ করত। কিন্তু পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়।

rbi repo rate

এরপর আবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতীয় মুদ্রার প্রচলন আন্তর্জাতিক বাজারে বাড়াতে চেষ্টা চালাচ্ছে। তবে বিশেষজ্ঞদের মত আন্তর্জাতিক বাজারে ভারতীয় মুদ্রার স্থায়ী গুরুত্ব বৃদ্ধি করতে হলে রপ্তানিতে জোর দিতে হবে। এর ফলে ভারতকে উৎপাদন বৃদ্ধি করতে হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর