বাংলাহান্ট ডেস্কঃ চীন (china) ও ভারতের (india) বর্তমান পরিস্থিতিতে মেক ইন ইন্ডিয়াকে আরো ব্যাপক করার পরিকল্পনা করেছেন নরেন্দ্র মোদি (narendra modi)। জাতির উদ্দেশে ভাষণে বলেছিলেন ‘ভোকাল ফর লোকাল’ হতে হবে দেশবাসীকে। এবার সেই মেক ইন ইন্ডিয়ার অংশ হিসাবে ভারতে নির্মাণ হতে চলেছে দুটি অত্যাধুনিক যুদ্ধবিমানের।
Aeronautical Development Agency(ADA)-র পক্ষ থেকে সবুজ সংকেত পেয়ে এবার ভারতের মাটিতেই তৈরি হবে দুটি ইঞ্জিনের ‘মেড-ইন-ইন্ডিয়া’-এর যুদ্ধ বিমান। এতদিন সিঙ্গেল ইঞ্জিনের তেজস যুদ্ধ বিমানের সফলতার পর এবার ডবল ইঞ্জিনের যুদ্ধ বিমান তৈরি করতে প্রস্তুত ভারত। এই দুটি ইঞ্জিনের যুদ্ধ বিমানটি প্রস্তুত করতে সময় লাগবে আনুমানিক ৬ বছর এবং খরচ হবে আনুমানিক ৭ হাজার থেকে ৮ হাজার কোটি টাকা ।
গত ২২শে মে Aeronautical Development Agency-এর বার্ষিক সাধারণ সভাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের প্রতিনিধিত্বে এই ডবল ইঞ্জিনের যুদ্ধ বিমান সম্বন্ধে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর’ হওয়ার ডাকে সাড়া দিয়ে ভারতের মাটিতে প্রথম তৈরি হচ্ছে ‘মেড-ইন-ইন্ডিয়া’ জেটের।
বিশেষ সূত্রের খবর, নতুন যুদ্ধ বিমানটিতে দুটি বিমানবাহক আইএনএস বিক্রমাদিত্য ও আইএনএস বিক্রান্তের ডেক থেকেই নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রয়েছে এবং আশা করা যায় ২০২৫ সালের মধ্যেই বিমানটির প্রস্তুতি শেষ হবে ।
চীন ও ভারতের অশান্ত সীমান্ত পরিস্থিতিতে চিনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছিলেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত সোনম ওয়াংচুক । ভারত-চিন সীমান্তে সৃষ্ট উত্তেজনার কথা উল্লেখ করে ভারতীয় নাগরিক হিসাবে সকলকে নিজের দায়িত্ব পালন করার আর্জি জানিয়েছেন ‘র্যাঞ্চো’