নিউজিল্যান্ডের থেকে পাঁচ বছরের পুরনো বদলা নিতে চায় ভারত, শেষবার হয়েছিল স্বপ্নভঙ্গ

বাংলা হান্ট ডেস্কঃ জয়পুরে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে পরাজিত করে এই মুহূর্তে 1-0 ব্যবধানে ভারতীয় দল। রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে ম্যাচ জিততে পারলেই সিরিজ পকেটে পুরবে রোহিত বাহিনী। জেএসসিএ স্টেডিয়ামের ইতিহাস দেখতে হলে তা রয়েছে ভারতের পক্ষেই। এখনো পর্যন্ত স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। যার মধ্যে দুটিতেই জয়লাভ করেছে তারা।

এই মাঠে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটি 12 ফেব্রুয়ারি 2016 সালে। সেই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে 69 রানের ব্যবধানে একটি সহজ জয় পায় ভারত। এরপর এই মাঠে 2017 সালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচে 9 উইকেটে দুর্দান্ত জয় তুলে নেয় কোহলি বাহিনী। তবে অন্য দলের বিরুদ্ধে জয় পেলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই মাঠে ভারতের ইতিহাস মোটেই ভালো নয়।

আজ থেকে ঠিক পাঁচ বছর আগে অর্থাৎ 2016 সালে 16 অক্টোবর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। কিন্তু সেই ম্যাচে ভারতকে 19 রানে হারিয়ে যায় কিউই বাহিনী। অর্থাৎ রোহিত বাহিনীকে আজ জয় তুলে নিতে হলে পাঁচ বছর আগের হারের বদলা নিতে হবে। জানিয়ে রাখি প্রায় দু’বছর পরে ফের একবার এই স্টেডিয়ামে কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। শেষবারের স্টেডিয়ামে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা এবং ভারত। তবে 2019 সালের এই ম্যাচটি ছিল একটি টেস্ট ম্যাচ।

IMG 20211118 195553

জানিয়ে রাখি ইতিমধ্যেই টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ভারতীয় দল। দলে মাত্র একটিই পরিবর্তন করেছেন রোহিত। সিরাজের জায়গায় দলে আনা হয়েছে হর্ষলকে৷ এই মুহূর্তে চার ওভার শেষে বিনা উইকেটে 42 রান সংগ্রহ করে ফেলেছে নিউজিল্যান্ড।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর