বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত হন পাটুলির বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী (Bitan Adhikary)। স্ত্রী, সন্তানকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন ফ্লোরিডায় কর্মরত বিতান। সেখানে গিয়ে বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার মুখে পড়েন তিনি। স্ত্রী সন্তানের সামনেই গুলি করে খুন করা হয় বিতানকে (Bitan Adhikary)। সেদিনের হামলায় নিহত ২৬ জনের মৃত্যুর প্রতিশোধ নিতে ইতিমধ্যেই ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে ভারত। আর এবার কেন্দ্রের তরফে বড় সুখবর পেলেন নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী।
ভারতীয় নাগরিকত্ব পেলেন নিহত বিতান অধিকারীর (Bitan Adhikary) স্ত্রী
সোহিনী রায়কে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছেন। তিনি এ বিষয়ে বলেন, পহেলগাঁওয়ে ইসলামী সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত বিতান অধিকারীর (Bitan Adhikary) স্ত্রী সোহিনী দেবীকে ভারতের নাগরিকত্ব দেওয়া হল ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।
খবর জানান সুকান্ত মজুমদার: উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রথম থেকেই বিতান অধিকারীর (Bitan Adhikary) পরিবারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রথম থেকেই বিতান অধিকারীর (Bitan Adhikary) পরিবারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল। সমস্ত সাহায্যের আশ্বাসও দিয়েছিলেন তিনি। আর এবার বিতান অধিকারীর স্ত্রী নাগরিকত্ব পেতেই সুকান্ত মজুমদার ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
আরো পড়ুন : ‘নাক গলাব না’ বলেও সেই হস্তক্ষেপ আমেরিকার, কেন ভারত-পাক সংঘর্ষ বিরতিতে হঠাৎ সক্রিয় হলেন ট্রাম্প? চড়ছে বিতর্ক
কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী: কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন, বিবাহ সূত্রে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন সোহিনী। কেন্দ্র তাঁর সেই আবেদন মঞ্জুর করেছে। বিতান অধিকারীর (Bitan Adhikary) স্ত্রীর সিঁথির সিঁদুর, তাঁর ধর্ম দেখে গুলি করা হয়েছিল। আর ভারত সরকার তাঁকে নাগরিকত্ব দিয়ে একটি নতুন জীবন দিয়েছে।
আরো পড়ুন: ৩ দিনের সংঘর্ষেই কোমর ভেঙে কুপোকাত! এই ৫ কারণেই ভারতের কাছে হাতজোড় করল পাকিস্তান
প্রসঙ্গত, এর আগে মৃত বিতান অধিকারীর দাদা দাবি করেছিলেন, সোহিনী নাকি বাংলাদেশের নাগরিক। ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতে থাকছেন তিনি। ভুয়ো নথি দেখিয়েই নাকি বিতানের (Bitan Adhikary) সঙ্গে সোহিনীর বিয়ে দিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরা, অভিযোগ বিভুর। তিনি আরো দাবি করেছেন, নথির সমস্যার জেরেই ২০২৩ সালে ফ্লোরিডা থেকে ভারতে ফিরতে বাধ্য হন সোহিনী। তারপর থেকে ছেলেকে নিয়ে কলকাতাতেই থাকছিলেন তিনি। এমনকি এদেশে থাকতে চেয়ে তাঁর আবেদনও নাকি খারিজ হয়েছে বলে জানান বিভু।