বাংলাহান্ট ডেস্ক : ভারতের বৃহত্তম স্ন্যাকস প্রস্তুতকারী সংস্থা হলদিরাম (Haldiram) স্ন্যাকস ফুডে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে চলেছেন আরবের এই ধনকুবের। সূত্রের খবর, হলদিরাম স্ন্যাকস ফুডের ৬ শতাংশ শেয়ার কিনতে চলেছেন সংযুক্ত আরব আমিরাতের (UAE) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ।
ভারতের হলদিরাম স্ন্যাকসে (Haldiram) আরব শেখের বিনিয়োগ
প্রায় ৫,১৬০ কোটি টাকার এই চুক্তি স্বাক্ষরের ফলে শেখ তাহনুন বিন জায়েদের হাতে চলে আসবে হলদিরামের ৬ শতাংশ অংশীদারিত্ব। ২০২২ সালে হিন্ডেনবার্গ কেলেঙ্কারির সময়ে গৌতম আদানিকে ২ বিলিয়ন ডলার সাহায্য করেন শেখ তাহনুন বিন জায়েদ। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ রয়েছেন ফার্স্ট আবুধাবি ব্যাংক পিজেএসসির চেয়ারম্যানের পদেও।
আরও পড়ুন : মাথার ওপর আগুন ঢালছে সূর্যদেব! রাজ্যে কবে থেকে বৃষ্টি? রইল আগামীকালের আবহাওয়ার খবর
তাহনুনের সংস্থা আলফা ওয়েভ গ্লোবাল বর্তমানে পরিণত হয়েছে প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্যে। আলফা ওয়েভ গ্লোবালের পূর্বতন নাম ছিল ফ্যালকন এজ ক্যাপিটাল। জানা যাচ্ছে, তাহনুনের এই সংস্থাই কাইমেরা ক্যাপিটালের সাথে হলদিরামের ৬ শতাংশ শেয়ার কেনার চুক্তি স্বাক্ষরিত করেছে। এর আগে সিঙ্গাপুরের বিনিয়োগ সংস্থা টেমাসেক অধিগ্রহণ করে হলদিরামের ৯ শতাংশ শেয়ার।
আরও পড়ুন : একী কাণ্ড! ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারে একের পর এক এয়ারস্ট্রাইক! কারা চালাল হামলা?
৮৬,০০০ কোটি টাকার মূল্যের চুক্তির মাধ্যমে হলদিরামের ৯ শতাংশ শেয়ার হাতে পায় টেমাসেক। এবার আলফা ওয়েভের বিনিয়োগের পর ১৫ শতাংশে নেমে আসতে চলেছে হলদিরামে প্রোমোটারদের মোট অংশীদারিত্ব। প্রসঙ্গত, গত প্রায় এক বছর ধরে অংশীদারিত্ব বিক্রির প্রক্রিয়া চালাচ্ছে হলদিরাম। বিশেষ সূত্রে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে, টেমাসেকের মতো হলদিরামের বোর্ডে স্থান পাওয়ার সম্ভাবনা কম আলফা ওয়েভের।
বহু ধরনের স্ন্যাকস বিক্রিকারী সংস্থা হলদিরাম ২০২৩-২৪ অর্থবর্ষে আয় করে ১২,৮০০ কোটি টাকা। ভারতের বাজারে হলদিরামের প্রতিযোগিতা চলে বিকাজি ফুডস, বিকানেরভালা, পেপসিকো এবং আইটিসির মতো সংস্থাগুলির সাথে। এবার আরবের সংস্থার হলদিরামের শেয়ার ক্রয়ের ফলে আগামী দিনে কী ধরনের ব্যবসায়িক পরিবর্তন আসে সেটাই দেখার।