বাংলা হান্ট ডেস্ক: এবার ব্রোকেন রাইস (Broken Rice) বা ভাঙা চাল রপ্তানি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার থেকেই ভাঙা চাল রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। পাশাপাশি, ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত, ডাইরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড সন্তোষ কুমার সারঙ্গীর জারি করা বিজ্ঞপ্তিতে এই তথ্য সামনে আনা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ভাঙা চাল অর্থাৎ ব্রোকেন রাইস রপ্তানির ওপর নিষেধাজ্ঞা ৯ সেপ্টেম্বর ২০২২ থেকে কার্যকর হয়েছে। মূলত, চলতি বছরে দেশের বিস্তীর্ণ এলাকায় তুলনামূলক কম বৃষ্টির কারণে ধানের উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে, আমাদের দেশে খাদ্য সুরক্ষার ক্ষেত্রে গম ও চিনির পর ভাঙা চাল রপ্তানিও নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল সরকার।
এদিকে কৃষি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ধানের ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক দেশ হিসেবে বিবেচিত হয় দক্ষিণ এশিয়ার অন্তর্গত দেশ ভারত। এমতাবস্থায়, চলতি বছরে দেশের মোট চাষযোগ্য এলাকায় ধান চাষের পরিমান ১২ শতাংশ কমেছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সমগ্ৰ বিশ্বে চালের বাণিজ্যের ক্ষেত্রে ভারতের প্রায় ৪০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।
উল্লেখ্য যে, চলতি বছরের মে মাসে অত্যধিক তাপপ্রবাহের জেরে গম উৎপাদন কমে যাওয়ায় ভারত প্রথমে গমের রপ্তানি নিষিদ্ধ করেছিল। পরবর্তীকালে ভারত চিনির রপ্তানিও নিষিদ্ধ করে। তারপর এবার ভাঙা চাল রপ্তানির ওপরও নিষেধাজ্ঞা জারি হল। এদিকে, কৃষি মন্ত্রক জানিয়েছে যে, গত ১২ আগস্ট পর্যন্ত দেশে ধানের চাষযোগ্য জমির পরিমান কমে ৩০.৯৮ মিলিয়ন হেক্টর (৭৬.৫৫মিলিয়ন একর) হয়েছে। যা এক বছর আগে ৩৫.৩৬ মিলিয়ন হেক্টর ছিল। তবে আখের জন্য বরাদ্দকৃত জমি ৫.৪৫ মিলিয়ন থেকে বেড়ে ৫.৫২ মিলিয়ন হেক্টর হয়েছে। জানিয়ে রাখি যে, ভারত থেকে মোট চাল রপ্তানির মধ্যে ভাঙা চাল রপ্তানি করা হয় প্রায় ২০ শতাংশ।
India bans the export of broken rice with effect from today. pic.twitter.com/faHTKdwGOi
— ANI (@ANI) September 9, 2022
ভারত ১৫০ টিরও বেশি দেশে চাল রপ্তানি করে: পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষে ভারত ২১.২ মিলিয়ন টন চাল রপ্তানি করেছে। যার মধ্যে ৩৯.৪ লক্ষ টন বাসমতি চাল ছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ে নন-বাসমতি চাল রপ্তানি হয়েছে ৬.১১ বিলিয়ন ডলারের। পাশাপাশি, ভারত ২০২১-২২ অর্থবর্ষে বিশ্বের ১৫০ টিরও বেশি দেশে নন-বাসমতি চাল রপ্তানি করেছে।