সাহায্যের আর্তি নিয়ে মোদীকে ফোন জেলেনস্কির, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বড় প্রাসঙ্গিক হয়ে উঠেছে ভারত

বাংলা হান্ট ডেস্কঃ রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। রাশিয়ার হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের বর্ণনা দিয়ে তিনি ভারতের কাছে সাহায্য চেয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই টুইট করে এই কথোপকথনের তথ্য দিয়েছেন। জেলেনস্কি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে। রুশ হামলার কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ওনাকে অবহিত করা হয়েছে। বর্তমানে আমাদের ভূমিতে এক লাখের বেশি অনুপ্রবেশকারী রয়েছে। তারা আমাদের আবাসিক এলাকায় ক্রমাগত বোমাবর্ষণ করছে। এই হামলার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে আমাদের রাজনৈতিক সমর্থন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন জানিয়েছি। এই হামলার বিরুদ্ধে আমাদের সঙ্গে আসার বার্তা দিয়েছি ওনাকে।”

https://twitter.com/ZelenskyyUa/status/1497555947023224836?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1497555947023224836%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Fworld%2Fukrainian-president-volodymyr-zelensky-calls-on-pm-narendra-modi-russia-ukraine-war%2F1109382

আপনাদের বলে দিই যে, আজ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের তৃতীয় দিন। রাশিয়ান বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে পৌঁছেছে এবং এখন বোমা ও ক্ষেপণাস্ত্র দিয়ে শহরটিতে আক্রমণ চালাচ্ছে। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী ও সাধারণ মানুষ রুশ সেনাবাহিনীর ওপর পাল্টা হামলা চালাচ্ছে। ইউক্রেনীয় সামরিক বাহিনী কিয়েভের দিকে যাওয়ার তিনটি সেতু উড়িয়ে দিয়েছে এবং ইউক্রেনের সামরিক ট্যাঙ্ক রাস্তায় টহল দিচ্ছে।

এসবের মাঝে ইউক্রেন সরকার প্রতিনিয়ত অন্যান্য দেশকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে অবগত করছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানান। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পরিস্থিতি ব্যাখ্যা করার পাশাপাশি নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে সাহায্য চেয়েছেন।

ইউক্রেনের রাষ্ট্রপতির সাথে কথোপকথনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধের কারণে প্রাণহানি ও সম্পত্তির ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করেছেন। উভয় পক্ষকেই সহিংসতা বন্ধ করে আলোচনার টেবিলে আসা উচিত বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, ভারত সংঘর্ষ থামাতে যে কোনও পদক্ষেপকে সম্পূর্ণ সমর্থন করবে এবং এই প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর