বাংলা হান্ট ডেস্ক : পেঁয়াজ (Onion) থেকে শুরু করে ডিম, লবণ, চা থেকে শুরু করে নদীর জল ইত্যাদির মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য ভারতের উপর অনেকটাই নির্ভরশীল পদ্মাপারের মানুষজন। গঙ্গার এপার থেকে যদি রফতানি বন্ধ করে দেওয়া হয় তাহলে বেজায় সমস্যায় পড়ে ওপারের মানুষ। এমন অবস্থায় ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে রীতিমতো বিপাকে পড়েছে বাংলাদেশ (Bangladesh)।
ভারতীয় বাজারের পেঁয়াজের দাম এখন উর্ধ্বমুখী। আর তাই দেশের মানুষকে স্বস্তি দিতে গত ২৩ মার্চ ভারত সরকার জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করল কেন্দ্র। রমজানের মাসে ভারত সরকারের এই সিদ্ধান্ত এদেশের মানুষকে স্বস্তি দিলেও নাভিশ্বাস উঠেছে ওপার বাংলার মানুষদের।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে দেশীয় বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে গত ডিসেম্বর মাসেই একবার পেঁয়াজ রফতানি বন্ধ করে ভারত। এই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল আগামী ৩১ মার্চ। আর এবার মেয়াদপূর্তির আগেই ফের এক নয়া বিবৃতি জারি করে অনির্দিষ্টকালের জন্য ওই রফতানি বন্ধ করেছে ভারত। রোজার মাসে হাসিনা সরকারের জন্য এই খবর যথেষ্ট উদ্বেগের।
আরও পড়ুন: মূর্তি ভাঙচুর অতীত! এবার মন্দিরের জায়গাতে তৈরি আস্ত মসজিদ, তোলপাড় দিনাজপুর
এখানে বলে রাখা ভালো, গতবারের নিষেধাজ্ঞার পর বাংলাদেশের বাজারে আগুন লেগেছিল যেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই চরম বিপাকে পড়ে ঢাকা। এমন অবস্থায় বাংলাদেশে গত ৪ মার্চ এক দফায় ৫০ হাজার টন পেঁয়াজ পাঠায় ভারত। তারপর খানিকটা হলেও স্বস্তি পেয়েছিল বাংলাদেশ। ফলত ফের একবার পেঁয়াজের দাম বাড়তে পারে ওপার বাংলায়।