মাত্র ১০ বছরেই বাজিমাত, গোটা বিশ্বকে চমকে দিল ভারত! আমেরিকা-চিনও পেলনা পাত্তা, ব্যাপারটা কী?

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্য তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত দশ বছরে ভারতের (India) GDP-র গতি সমগ্র বিশ্বকে অবাক করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, GDP-র দ্রুত আকার বৃদ্ধির নিরিখে আমেরিকা ও চিনের মতো বড় অর্থনীতিকে পেছনে ফেলেছে ভারত।

বাজিমাত করল ভারত (India):

পরিসংখ্যান অনুসারে, ভারতের (India) GDP ২০১৫ সালে ২.১ ট্রিলিয়ন ডলার থেকে ২০২৫ সালে ৪.৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে। যেটি ১০ ​​বছরে ১০৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পাবে। বিশ্বের অন্যান্য প্রধান দেশের তুলনায় এটি একটি শক্তিশালী বৃদ্ধি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আমেরিকা, চিন, জার্মানি এবং জাপানের পরে ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।

টক্কর দিচ্ছে ভারত: আমরা যদি গত ১০ বছরে বড় দেশগুলির GDP-র গতির দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, চিনের GDP বেড়েছে ৭৬ শতাংশ এবং আমেরিকার GDP বৃদ্ধি পেয়েছে ৬৬ শতাংশ।এমন পরিস্থিতিতে, ভারতের (India) দ্রুতহারে GDP বৃদ্ধি এই দেশটিকে বিশ্বব্যাপী প্রধান অর্থনৈতিক শক্তিগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে এবং ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতেও পরিণত হয়েছে।

India has surprised the whole world in just 10 years.

এদিকে, আমরা যদি ভারতের (India) অর্থনীতিতে এত বড় বৃদ্ধির কারণের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে অর্থনৈতিক নীতি থেকে শুরু করে বাণিজ্য ও শিল্পের সংস্কার এই সাফল্যকে সম্ভব করেছে। তবে বিশেষজ্ঞরা আস্থা প্রকাশ করছেন যে ভবিষ্যতেও ভারতের সাফল্য অব্যাহত থাকবে। ইতিমধ্যেই বিশ্বের অনেক বড় অর্থনীতিকে পেছনে ফেলে ভারত শীঘ্রই জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে। এর কারণ হল, ভারতের বৃদ্ধির তুলনায় গত ১০ বছরে জাপানের GDP-তে কোনও উল্লেখযোগ্য বৃদ্ধি চোখে পড়েনি।

আরও পড়ুন: বড় খবর! সোনা-রুপোর দামে এবার ঘটল পতন, ১০ গ্রাম কিনতে গেলে করতে হবে এত খরচ

২০২৯ সালের মধ্যে ভারত (India) জার্মানিকে পিছনে ফেলে দেবে: প্রসঙ্গত উল্লেখ্য যে, আমরা যদি বিশ্বের অন্যান্য প্রধান অর্থনীতির পারফরম্যান্সের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, জার্মানির অর্থনীতি ১০ বছরে ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে ব্রিটেনের অর্থনীতি ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, ফ্রান্সের জিডিপি ৩৮ শতাংশ, ইতালির ৩৯ শতাংশ, কানাডার ৪৪ শতাংশ, ব্রাজিলের ২৮ শতাংশ, রাশিয়ার ৫৭ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: অবশেষে জামিন পেল মাঠে ঢুকে পড়া সেই কোহলি ভক্ত! তবে মানতে হবে “বিরাট শর্ত”

এমতাবস্থায়, এটি দেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। যা দেশকে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে একটি নতুন পরিচয় এনে দিয়েছে। শুধু তাই নয়, ভারত (India) যদি এভাবেই উন্নতি করতে থাকে, তাহলে আগামী কয়েক বছরে জাপানের পরে জার্মানিকে পেছনে ফেলে আমাদের দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এদিকে, বেশিরভাগ রেটিং এবং গবেষণা সংস্থা ভবিষ্যদ্বাণী করেছে যে ভারত ২০২৯ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর