অবিশ্বাস্য! লকডাউনে কার্বন নিঃসরণ হার কমে ৩৭ বছরে সর্বনিম্ন

বাংলাহান্ট ডেস্কঃ ‘কার্বন ব্রিফ’ সংস্থার সম্প্রতি প্রকাশিত গবেষণাপত্র থেকে জানা যাচ্ছে, ভারতের বায়ুতে বর্তমানে যে হারে দূষন কমছে তা ৩৭ বছরে সর্বনিম্ন। ওই সংস্থার গবেষণায় দেখা গেছে গত বছর থেকেই ভারতে উল্লেখযোগ্য ভাবে কমতে শুরু করে কার্বন নিঃসরণ। তবে এবার নেমেছে অনেকটাই বেশী।

health4 26 airpollguide istock 2796602 2400

মার্চের শুরুতে গত বছরের তুলনায় কার্বন নিঃসরণ হ্রাস পায় ১৫%। কিন্তু নাটকীয়ভাবে এই হারের মাত্রা ৩০ শতাংশে এপ্রিল মাসে। লকডাউনে প্রথম তিন সপ্তাহে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে উৎপাদনের হার কমেছে ৩১ শতাংশ। সেই সঙ্গে চাহিদা কমেছে তেলেরও। সব মিলিয়ে বাতাসে কার্বনের পরিমান ৩৭ বছরে সব চেয়ে কম।

180228160139 air pollution asia 4 full 169
সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (সিএসই) কেন্দ্রীয় পলিউশন কন্ট্রোল বোর্ডের (সিপিসিবি) অনলাইন পোর্টালের রিয়েল-টাইম ডেটা বিশ্লেষণ করেছে এবং দেখা গেছে যে ২২ শে মার্চ ও এপ্রিলের শেষ সপ্তাহের মধ্যে পিএম ২.৫ গড়ে সাপ্তাহিক শহর গড় ৫৮% হ্রাস পেয়েছে। ক্ষেত্রে নাইট্রোজেন অক্সাইড (NO2) এর, একই সময়ে শহর গড় গড় 74% হ্রাস পেয়েছে।


পাশাপাশি, নাসার উপগ্রহ চিত্র বলছে ২০ বছর পর ভারতের(india) বায়ুদূষণ কমেছে। যার প্রধান কারণ অবশ্যই লকডাউন, পাশাপাশি বৃষ্টিপাতের কারনে ভারতের বাতাসে ভাসমান এরোসেল এতখানি কমেছে যে ভারতের আকাশ ২০ বছর আগের মত নির্মল হয়েছে। বায়ুদূষণের অতি ক্ষুদ্র কণা যা আমাদের আবহাওয়া মন্ডলে চাপা পড়ে থাকে। এই কণা কঠিন পদার্থেরও হতে পারে বা তরল গ্যাসীয় পদার্থ দিয়েও তৈরি হতে পারে। মেঘ এবং কুয়াশাও একধরনের এরোসোল।

PicsArt 04 25 12.30.41

ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (NASA) সুপার কম্পিউটারগুলি দ্বারা উত্পন্ন আবহাওয়ার (Weather) মানচিত্রগুলি দেখায় যে এই বছর ভারতে দূষণ ছিল গত বছরের একই সময়ের তুলনায় এ বছর যথেষ্ট কম।

PicsArt 04 23 02.12.39

পার্টিকুলেট ম্যাটার (পিএম) কম হলে নীল হল স্কেলের নীচের প্রান্ত, এবং এটি যত বেশি হয় – তত লাল হয়। গত বছর, ভারতে 30 মার্চ 2019 তে লালচে রঙের তুলনায় , এই বছর আকাশ বেশিরভাগই নীল দেখায়। এমনকি মাটি থেকেও আকাশ যথেষ্টই নীল দেখা যাচ্ছে।

delhi new year s eve 2020 166794fa 2c21 11ea 96cb 8d9426408fe0

কিছুদিন আগেই সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছিল মুম্বাইয়ের পরিষ্কার নীল আকাশের ছবি। যা স্পষ্ট প্রমাণ করে দূষণ এর করাল গ্রাস কাটিয়ে উঠছে বাণিজ্য নগরী। পাশাপাশি রাজধানী শহর দিল্লিতে a.q.i এর স্তর উল্লেখযোগ্যভাবে কমেছে।


সম্পর্কিত খবর