পর্যটকরা গেলেই ঘটে সর্বনাশ! ভারতেই রয়েছে বিশ্বের সবথেকে বিপজ্জনক দ্বীপ, নাম শুনলেই কেঁপে ওঠে মানুষ

বাংলা হান্ট ডেস্ক: সমগ্র বিশ্বজুড়ে বিপুল সংখ্যক পর্যটক প্রতিবছর বেড়াতে আসেন ভারতে (India)। কিন্তু, আপনি কি জানেন বিশ্বের সবথেকে বিপজ্জনক দ্বীপগুলির মধ্যে অন্যতম একটি রয়েছে ভারতেই! সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই দিকটি এতটাই ভয়ানক যে সেখানে পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। এটি ভারত মহাসাগরের সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপ। যার নাম “উত্তর সেন্টিনেল দ্বীপ” ( North Sentinel Island)।

এই দ্বীপটি ভারতের (India) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রত্যন্ত এলাকায় রয়েছে। এটি শুধু ভারতেই নয়, বরং পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দ্বীপ হিসেবে বিবেচিত হয়। যেহেতু মানুষ সেখানে খুব একটা বেশি যায় না তাই, উত্তর সেন্টিনেল দ্বীপ সম্পর্কে খুব বেশি তথ্যও সামনে আসেনি। সেন্টিনেল দ্বীপের তিন মাইলের মধ্যে আসাটাও “বেআইনি” বলে বিবেচিত হয়।

India has the most dangerous islands in the world.

এদিকে, পৃথিবীর এই “অস্পৃশ্য” দ্বীপের রয়েছে অন্ধকার অতীত। ভারতের (India) ওই দ্বীপে বেড়াতে আসা পর্যটকদের প্রায়ই সেন্টিনেলিজরা তির ছুঁড়ে হত্যা করে। নৃতত্ত্ববিদরা অনুমান করেন যে, ওই দ্বীপটিতে ৫০ থেকে ১০০ জন বাস করতে পারে। ওই দ্বীপের বসবাসকারীরা তাদের হিংসাত্মক স্বভাবের জন্য পরিচিত এবং তারা বহিরাগতদের সাথে দেখা করার ক্ষেত্রেও অনিচ্ছুক থাকে। যখনই বহিরাগতরা এখানে গিয়েছে, তখনই ওই পর্যটকেরা হামলার মুখোমুখি হয়েছেন। এমতাবস্থায় বিপদের কথা ভেবে মানুষ এখানে যায় না। তাই, এই দ্বীপে বসবাসকারী মানুষের সম্পর্কে তেমন কোনও তথ্য সামনে আসেনি।

আরও পড়ুন: পড়শি দেশ হয়ে উঠেছে বিপজ্জনক! পাকিস্তানেই রয়েছে বিশ্বের দ্বিতীয় ঝুঁকিপূর্ণ শহর, প্রথম স্থানে কে?

খুব কমজন ওই দ্বীপ থেকে নিরাপদে ফিরে এসেছে: ভারতের (India) এই দ্বীপ পরিদর্শন করে মাত্র কয়েকজন সুস্থভাবে ফিরে এসেছেন। ১৯৮১ সালে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় মুরগির খাবার নিয়ে যাওয়ার সময় প্রিমোজ নামের একটি নৌকো এই দ্বীপে ভেসে যায়। নৌকোয় থাকা ব্যক্তিরা ওই দ্বীপে কাঠের তৈরি অস্ত্র নিয়ে প্রায় ৫০ জনকে দেখতে পেয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সৌভাগ্যবশত তাঁরা প্রাণে বেঁচে যান এবং শেষ পর্যন্ত হেলিকপ্টারের সাহায্যে তাঁদের ওই অঞ্চল থেকে সরিয়ে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: এই ভারতীয় বিজ্ঞানীই চমকে দিয়েছিলেন বিশ্বকে! অবাক হয়েছিলেন আইনস্টাইনও, নাম জানলে হবে গর্ব

ভারতের (India) ওই দ্বীপে বসবাসকারীদের ইচ্ছার বিরুদ্ধে কেউ সেখানে প্রবেশের চেষ্টা করলে প্রবল বিরোধিতার মুখে পড়তে হয়। এখানে বসবাসকারীরা প্রথমে তাদের পিঠে বসে অবাঞ্ছিত অতিথিদের ফিরে যাওয়ার ইঙ্গিত দেয় এবং তারপরে যারা ফিরে না আসে তাঁদের দিকে তির ছোঁড়ে। মূলত, উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাসকারী সেন্টিনেলিজরা শিকারীদের একটি সম্প্রদায়। যারা বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্নভাবে বসবাস করে। তারা কুঁড়েঘরে থাকে এবং সর্বদা তাদের সাথে ধনুক, তির এবং বর্শা রাখে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর