প্রয়োজন শুধু একটি জিনিসের, তাহলেই বিশ্বকাপ জিতবে রোহিত শর্মার ভারত! মন্তব্য সুনীল গাভাস্কারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাকি মাত্র ৩৮ টা দিন। তারপরই অস্ট্রেলিয়ার মাটিতে এমসিজির বুকে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। আর আগে দুটি টি-টোয়েন্টি সিরিজ এবং অস্ট্রেলিয়ার মাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড এর মত বড় দলগুলোর বিরুদ্ধে নিজেদের টিম কম্বিনেশন আরো একবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন হিটম্যান রোহিত শর্মা।

সদ্যসমাপ্ত এশিয়া কাপে রোহিত শর্মার এর পারফরম্যান্স একেবারেই বলার মতো ছিল না। পরপর পাকিস্তান এবং শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোর ছিটকে যেতে হয়েছিল ভারতকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি একটি বড় ধাক্কা ছিল ভারতীয় সমর্থকদের কাছে। তবে বিশ্বকাপের আগে নিজেদের বড় প্রতিযোগিতায় একবার ঝালিয়ে নেওয়ার সুযোগটা ভারতের কাছে শাপে বড় হতে পারে।

২৩শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করবে ভারতীয় দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হারালেও সুপার ফোরে আবার তাদের কাছে হারতে হয়েছে বিরাট কোহলিদের। বিশ্বকাপে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের হার এবং এই এশিয়া কাপের হারের বদলা নিতে মাঠে নামবে ভারত। ইতিমধ্যেই এমসিজি কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে ওই হাইভোল্টেজ ম্যাচ এর সমস্ত টিকিট শেষ হয়ে গিয়েছে ফলে জনগণ যে সেই ম্যাচ দেখতে এবং উপভোগ করতে মুখিয়ে রয়েছে তাতে কোন সন্দেহ নেই।

india vs pakistan again

রোহিত শর্মার কাছে একাধিক বিকল্প রয়েছে বিশ্বকাপ শুরু হওয়ার আগে। তাদেরকে এবার কিভাবে ব্যবহার করা হবে সেটা নির্ভর করছে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার চিন্তাভাবনার উপরে। বিশ্বকাপের আগে মন ছুঁয়ে যাওয়া বার্তা দিয়ে সুনীল গাভাস্কার ভারতীয় দলের পাশে দাঁড়িয়েছেন।

সুনীল গাভাস্কার বলেছেন, “রোহিত শর্মা এবং তার দলের মধ্যে অনেক প্রতিভা এবং অভিজ্ঞতা রয়েছে। এই ভারতীয় দল চাইলেই বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। সঠিক কম্বিনেশন এবং বড় খেলোয়ার সময়মতো ফর্মে থাকলেই হয়তো বিশ্বকাপ জয় অসম্ভব হবে না। আমার এই দলের ওপর ভরসা আছে। ওদের প্রয়োজন শুধুমাত্র একটু ভাগ্যের সাহায্যের।”

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর