বিতর্ক এড়িয়ে সাহায্যের হাত বাড়াল ভারত! বাংলাদেশের খিদে মেটাতে পাঠানো হল….

বাংলা হান্ট ডেস্ক: বদলের বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি এখন বদলেছে। সেখানে এখন অন্তর্বর্তী সরকার ইউনূস সরকারের রাজ। আর নতুন বাংলাদেশ নতুন হওয়ার পর থেকেই ভারতের সাথে সম্পর্কে চরম ধাক্কা লেগেছে। বলা যায় মহম্মদ ইউনূসের দেশ এখন ভারত বিরোধী। এমনকি ভারত থেকে পণ্য আমদানি বন্ধের ডাক দিয়েছে অনেকেই। কিন্তু এদিকে, হাসিনা সরকার বিদায় নেওয়ার পর থেকেই ওপার বাংলায় হাহাকার দেখা দিয়েছে। মূল্যস্ফীতির কারণে সেখানে খাদ্যের অভাব দেখা যাচ্ছে। আর এবার সেই অভাব মেটাতে হাত বাড়ালো ভারত। ডিম, আলু, পেঁয়াজের পর ভারত পাঠাচ্ছে এই জিনিস।

বাংলাদেশকে (Bangladesh) এই জিনিস পাঠাচ্ছে ভারত:

জানা গিয়েছে নতুন করে সেখানে সরকার গড়ার পর প্রয়োজনীয় দ্রব্যের দাম চড়া হারে বেড়েছে। আর এই দামের কারণে সবচেয়ে বেশি সমস্যার মুখে সাধারণ নাগরিকরা। পেটের ভাত যোগাড় করতেই কাল ঘাম ছুটে যাচ্ছে। আর এবার সেই ভাত জোগানের দায়িত্ব নিল ভারত। বাংলাদেশের (Bangladesh) চালের দাম নিয়ন্ত্রণের আনতে পাশে দাঁড়ালো প্রতিবেশি দেশ। ইতিমধ্যেই প্রায় ২৭ হাজার টন চাল পাঠিয়েছে ভারত। এতে করে ওপার বাংলায় কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে।

আরও পড়ুনঃ সমস্ত জল্পনার অবসান! কবে অধিনায়কত্ব ছাড়ছেন রোহিত? রাখঢাক না রেখে জানিয়ে দিলেন বোর্ডকে

বাংলাদেশে চালের দাম বেড়েছেঃ  জানা গিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশে (Bangladesh) চালের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা থেকে ১০ টাকা। আর এইভাবে দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষদের ভাত জুটাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এসডিআর ইউনিভার্স নামের একটি জাহাজ শুক্রবার রাতে ভারত থেকে ওপার বাংলায় যায়। আর সেই জাহাজে করেই ভারত বাংলাদেশকে ২৬ হাজার ৯৩৫ টন চাল রপ্তানি করে। শুক্রবার রাতে ওই জাহাজ চট্টগ্রাম বন্দরে গিয়ে পৌঁছায়। শনিবার বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে বলেই খবর।

India's help to Bangladesh of give this things

যদিও, চাল পাঠানো কিংবা বাংলাদেশের দ্রব্য রপ্তানি করা এটা নতুন কোনো বিষয় নয়। এর আগেও ভারত বাংলাদেশকে (Bangladesh) বারংবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেই মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে ২০২৪ এর গণঅভ্যুত্থানের পরও সাহায্য করছে। কিন্তু তারপরও বাংলাদেশে ভারত বিরোধী জয়গান শোনা যাচ্ছে। আর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে ভারত দু’বার চাল পাঠাল। তবে এতে করে ইউনূস সরকারের দেশে চালের মূল্যস্ফীতি কতটা নিয়ন্ত্রণে আসে এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুনঃ ফের ‘হাওয়া বদল’! একধাক্কায় ২ ডিগ্রি বাড়ল তাপমাত্রা! সংক্রান্তিতে কেমন থাকবে বাংলার আবহাওয়া?

প্রসঙ্গত, গত ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পড়ে শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। আর সেদিনই বাংলাদেশ (Bangladesh) ছেড়ে ভারতে আসেন। তবে শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই বাংলাদেশে বিভিন্ন রকমের দুর্ভোগ দেখা দিয়েছে। পোশাক শিল্প থেকে শুরু করে আর্থিক খাত বিভিন্ন ক্ষেত্রই মুখ থুবড়ে পড়েছে। বিশেষজ্ঞরা অনুমান করছেন, সেখানকার রাজনৈতিক পরিস্থিতিই এমন হওয়ার পিছনে দায়ী। রাজনৈতিক পরিস্থতি ঠিক হলে বাংলাদেশ অনেকটা নিয়ন্ত্রণে আসলেও আসতে পারে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর