বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত, দিল ১ লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন

‎বিপদের দিনে পাশে দাঁড়ানো প্রত্যেক বন্ধুর কর্তব্য, তেমন বিপদে প্রতিবেশী দেশের সাহায্য করাও প্রত্যেক দেশের ধর্ম। আর এবার করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১ লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন ও ৫০ হাজার ল্যাটেক্স গ্লাভস দেওয়া হয়েছে। বাংলাদেশকে এই ভাবে বিপদে সাহায্য করেছে ভারত। আর ভারতের এই উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন , “এই খারাপ সময়ে প্রতিবেশি দেশের এমন সাহায্য সত্যিই অপরিশোধ্য।”

স্বয়ং করোনা ভাইরাস হারাতে পৃথিবীতে সাহায্যের হাত বাড়িয়েছে অনেক সাধারণ মানুষ। করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে।

IMG 20200427 WA0018

প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। আর সবাই এখন স্বেচ্ছায় গৃহ বন্দী। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বহু দেশেই পৌঁছেছে হাইড্রক্সিক্লোরোকুইন-সহ বহু চিকিৎসা সরঞ্জাম। ক্রমশ খারাপ পরিস্থিতি দিকে এগোচ্ছে পৃথিবী। রোজ প্রচুর মানুষ করোনা আক্রান্ত হচ্ছে আর তা কমানোর‎ জন্যে এই সিদ্ধান্ত। কবে এই অভিশাপ বাঁধা পেড়িয়ে করোনা মুক্ত জীবন পাবেন মানুষ। কেউই ভাবেনি একদিনের এভাবেই মৃত্যু ভয়ে ঘরে বসে কুঁড়ে কুঁড়ে মরতে হবে, না কেউই ভাবেনি এতো সুন্দর পৃথিবীটাও একদিন থমকে যাবে। কিন্তু হ্যাঁ তার মধ্যেই মানুষ রোজ স্বপ্ন দেখে। কিন্তু আশা করা হচ্ছে তাড়াতাড়ি পৃথিবী সেরে উঠবে।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয় সমস্ত করোনা পীড়িত দেশগুলিকে যথাসাধ্য সাহায্য করবে ভারত। আর এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ।


সম্পর্কিত খবর