করোনা লড়াইয়ে কুয়েতের দিকে হাত বাড়িয়ে দিল ভারত, পাঠানো হল ১৫ জন চিকিৎসকের এক টীম

করোনা মহামারির কারণে ইউরোপ, এশিয়ার সব দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের টিকা বিক্রির জন্য চীন সহ বেশ কিছুদেশ টিকা আবিষ্কারের দাবিও করে দিয়েছে। তবে বিশ্বের দেশগুলি কঠিন পরিস্থিতিতে ভারত ছাড়া অন্য কোনো দেশের উপর বিশ্বাস করতে রাজি নয়। হাইড্রোক্স ক্লোরোকুইন নামক এক ওষুধ এখন আপাতত ভাইরাসের উপর ভালো কাজ করছে বলে আমেরিকার কিছু চিকিৎসক দাবি করেছেন। সেই মতো বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা সহ ৩০ টি দেশ এই ওষুধের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে। ভারত সেই অনুরোধে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারত হাইড্রোক্সিল ক্লোরোকুইন রপ্তানির উপর আগে থেকে ব্যান লাগিয়ে রেখেছিল। তবে এখন বিশ্বের পরিস্থিতির উপর বিচার বিবেচনা করে সেই ব্যান তুলে নেওয়া হয়েছে।

mmmmmmmmmmmmmm

এর মধ্যেই আরো একটা খবর সামনে আসছে যা ভারতীয়দের অবশ্যই গর্ব করবে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত থেকে ১৫ জন ডাক্তার ও বিশেষ সস্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের টিম কাল কুয়েতে পৌঁছেছে। করোনা মহামারির বিরুদ্ধে কুয়েতকে সাহায্য করার জন্য এই টীম গতকাল কুয়েতে পৌঁছেছে।

কুয়েত সরকারের অনুরোধের পর ভারত সরকার এই টীমকে সাহায্যের জন্য পাঠিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ও কুয়েতের প্রধানমন্ত্রীর মধ্যে ফোনে বার্তলাপের পর ভারত সরকার দু সপ্তাহের উদ্যেশে রওনা দিয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন করোনা মহামারির বিরুদ্ধে লড়াইতে ভারত ও কুয়েত একে ওপরের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার কথা বলেছে। তাই কুয়েত সাহায্য চাওয়ার পরেই ১৫ জন চিকিৎসক ও বেশকিছুজন বিশেষ স্বাস্থ্যসেবা কর্মীকে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর