এশিয়ান গেমসে চীনের মাটিতে ইতিহাস ভারতের! দাপট দেখিয়ে নিশ্চিত হল ১০০টি-র বেশি পদক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কুস্তিগীর সোনম মালিক কুস্তিতে ৫২ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতা মাত্রই হ্যাংজু এশিয়ান গেমসে (2023 Asian Games) ভারতের (India) ১০০টি পদক নিশ্চিত হয়ে গেল। কুস্তিতে পদকের তালিকায় নাম যোগ হয়েছে ৭৬ কেজি বিভাগের কিরণ বিষ্ণোইয়েরও। ভারতের হাতে এখন এই প্রতিবেদনটি লেখার সময় নিশ্চিত ৯২ টি পদক রয়েছে এবং আরও ৯ টি পদক ক্ষেত্রে পদক জেতা পুরোপুরি নিশ্চিত।

ভারতীয় ক্রীড়াবিদদের পরবর্তী লক্ষ্য হবে বাকি যে কটি পদক আসে তার মধ্যে বেশিরভাগ যেন সোনালি রঙের হয়। চলতি এশিয়ান গেমসে ভারত অনেক আগেই তাদের আগের সেরা পারফরম্যান্স অর্থাৎ ৭০টি পদক জেতার মাইলফলক অতিক্রম করেছিল। এবার একশোর বেশি পদক জয় ভারতের এইবারের এশিয়ান গেমস অভিযানটিকে আরও অনেক সমৃদ্ধ ও অবিস্মরণীয় করে তুলবে।

কিন্তু ভারতের যাত্রাটা কিন্তু মোটেও সোজা ছিল না।এশিয়ান গেমস শুরু হওয়ার সময় এই সংখ্যাটি অসম্ভব বলে মনে হয়েছিল। কিন্তু ইকুইস্টিরিয়ান বা অশ্বারোহণ, সেইলিং ও রোয়িংয়ে আশ্চর্যজনক জয়ের পাশাপাশি এবং রাইফেল শ্যুটিং এবং অ্যাথলেটিক্সে বড় ও অভূতপূর্ব সাফল্য ভারতকে এই অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করেছে। চলতি এশিয়ান গেমসে চতুর্থ দল হিসেবে তারা একশো পদকের মাইলফলক টপকে গিয়েছে।

বেশ কিছু তারকা ক্রীড়াবিদ, যেমন নীরজ চোপড়া, এইচ এস প্রণয়, অবিনাশ সাবলে, তাজিন্দরপাল সিং তুর নিজেদের প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করে ভারতের জন্য স্বর্ণপদক এনে দেশের মুখ উজ্জ্বল করেছেন। এছাড়া সৌরভ ঘোষালের পুরুষদের সিঙ্গলস স্কোয়াশ থেকে রুপো, মহিলাদের জ‍্যাভেলীন থ্রো-তে অন্নু রাণী-র সোনা জয়, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে পালক গুলিয়ার স্বর্ণপদক, পুরুষদের জ‍্যাভেলীন থ্রো-তে কিশোর কুমার জেনার রুপো, মহিলাদের ১০০ মিটার হার্ডলে জ্যোতি ইয়ার্রাজির রুপো বা মুখার্জি ও ঐহিকা মুখার্জির রৌপ্য পদক জয় ভারতের মুখ উজ্জ্বল করেছে।

আরও পড়ুন: শেষবার করেছিলেন মোদী! এশিয়ান গেমসে ভারতের ৪১ বছরের অপেক্ষার অবসান ঘটালেন প্রণয়

যেভাবে ভারতের একশোটি পদক সম্পূর্ণ হবে:
এখনো ভারতের তীরন্দাজি থেকে তিনটি, কাবাডি থেকে ২টি, ব্রিজ থেকে ১টি, পুরুষদের হকি থেকে ১টি, ব্যাডমিন্টন ও পুরুষদের ক্রিকেট দলের কাছ থেকে একটি করে পদক আশা নিশ্চিত হয়ে রয়েছে। এর মধ্যে যত বেশি স্বর্ণপদক আসবে ততই ভারতের মুখ উজ্জ্বল হবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর