বাংলা হান্ট ডেস্ক: কৃষি বিলকে কেন্দ্র করে কৃষক বিক্ষোভ ও তার জেরে উত্তাল রাজধানী। এসবের মধ্যেই দেশের কৃষকদের এই বিদ্রোহকে সমর্থন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কৃষকদের শান্তিপূর্ণ বিক্ষোভকে তিনি সমর্থন করেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে এই অনলাইন ইভেন্টে ট্রুডো বলেন, ‘ভারতে কৃষক বিদ্রোহের কথা আমি শুনেছি। পরিস্থিতি বেশ উদ্বেগজনক। আমি জানি আপনাদের অনেকেই এই বিক্ষোভে সামিল হয়েছেন। আমি বলতে চাই, শান্তিপূর্ণ কৃষক বিক্ষোভের পাশে আছে কানাডা। আমরা সর্বদা আলোচনায় বিশ্বাসী। আমরা এই নিয়ে ভারতীয় প্রশাসনের সঙ্গেও কথা বলব যাতে সব সমস্যা মিটে যায়।’
ট্রুডোর এই মন্তব্য স্বাভাবিক ভাবেই ভালভাবে নেয়নি কেন্দ্র। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব পাল্টা বলেন, ‘কানাডার প্রধানমন্ত্রী না জেনে বা অর্ধেক জেনেই কিছু মন্তব্য করেছেন। কোনও দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানই শ্রেয়। রাজনৈতিক স্বার্থে ভিন্ন দেশের বিষয়ে মত না প্রকাশ করাই শ্রেয়।’
উল্লেখ্য, গত বেশ কয়েকমাস ধরেই নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। কিন্তু সম্প্রতি তারা দিল্লি সীমান্তে ধর্নায় বসেছেন। অবরুদ্ধ দিল্লিতে ঢোকার পাঁচটি রাস্তা। ইতিমধ্যেই কৃষক ও দিল্লি পুলিশের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। কৃষকদের দাবি, নয়া কৃষি আইনের ফলে তারা অনেকটাই কর্পোরেট সেক্টরের হাতের পুতুলে পরিণত হবেন এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাবেন না।