ভারতকে চাপে ফেলতে গিয়ে নিজেই বিশাল চাপে পাকিস্তান, ঈদেও নেই কোন জৌলুস

বাংলা হান্ট ডেস্ক ঃ গত ৫ ই আগস্ট ৩৭০ নম্বর ধারা ও ৩৫ এ খারিজ করে কাশ্মীরকে ভারতের রাজ্য হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এই কারণে ভারতকে চাপে ফেলতে বেশ কিছু পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়াও পাক সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বার পুলওয়ামা হামলা হওয়ার হুমকিও দেন ইমরান খান। যদিও এমনটা করে নিজেই নিজের বিপদ ডেকে আনছে পাকিস্তান এমনটাই ধারণা বিশিষ্টদের।

ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে প্রধানমন্ত্রী প্রথমে সমঝোতা ও থর এক্সপ্রেসের পর এবার বাস পরিষেবাও বন্ধ করল পাকিস্তান। দিল্লি লাহোর বাস পরিষেবার পাশাপাশি অমৃতসর ননকানা সাহিব বাস পরিষেবাও বন্ধ করলো করে পাকিস্তান। তবে ভারতকে চাপে ফেলতে গিয়ে নিজেই বিশাল চাপে পাকিস্তান।

   

ভারতের সাথে সব ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়ার প্রভাব পরল খোদ পাকিস্তানেই। তাই এবার পাকিস্তানের ঈদে নেই কোনও জৌলুস। ঈদের মুখে পাকিস্তানের জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে।ভারত থেকে পেঁয়াজ সহ অন্যান্য সবজি আমদানি বন্ধ হওয়ায় ঊর্ধ্বগামী সব জিনিসের দাম।

IMG 20190810 WA0319ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভের সৃষ্টি হয়েছে পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে। মোদির শাহর কূটনৈতিক চাল পা দিয়ে এই সিদ্ধান্ত নিয়ে সেখানকার মানুষেরই ক্ষোভের মুখে পড়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর