ওয়েস্ট ইন্ডিজ কে হারিয়ে সেমি ফাইনালে টিম ইন্ডিয়া

 

বাংলা হান্ট ডেস্ক: আবারও জয় হল টিম ইন্ডিয় র। ম্যাঞ্চেস্টারে ক্যারিবিয়ানদের ১২৫ রানে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে নিজেদের স্থান নিশ্চিত করে ফেলল কোহলি ব্রিগেড। বিরাট, ধোনির হাফ সেঞ্চুরি আর বল হাতে শামি-বুমরাহদের সামনে দিশেহারা ই দেখাল ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার দের। বিশ্বকাপ থেকে এবারের মতন ছুটি হয়ে গেল গেইলদের।

 

ওয়েস্ট ইন্ডিজ দের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং-র সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দল অবশ্য আফগানিস্তান ম্যাচের লে আউট ই অপরিবর্তিত রাখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এদিন শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। ১৮ রানে আউট হন রোহিত শর্মা। যদিও রোহিতের আউট নিয়ে বিতর্ক থাকছে। রাহুল করেন ৬৪ বলে করেন ৪৮। বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করলেও বড় রান করতে পারলেন না তিনি।৮২ বলে ৭২ রান করেন ভারতীয় ক্যাপ্টেন। তার আগে ওল্ড ট্র্যাফোর্ডে ৩৭ রান করতেই মাইলস্টোন স্পর্শ করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দ্রুততম ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হলেন কিং কোহলি। সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা যেখানে ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হতে সময় নিয়েছিলেন ৪৫৩ ইনিংস। কোহলি সেখানে ৪১৭ ইনিংসে ২০ হাজার রান করে ফেলেন।

a3804 img 20190628 wa0021

তবে ভারতীয় মিডল অর্ডার এই দিনেও ব্যর্থ হয়। চার নম্বরে নেমে বিজয় শঙ্কর ১৪ রানে আউট হন। কেদার যাদব করেন ৭ রান। হার্দিক পাণ্ডিয়া ৩৮ বলে ৪৬ রান করেন। অন্যদিকে ৫৬ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। ভারত শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৬৮ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ কে । ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ ৩টি, কটরেল ও হোল্ডার ২টি করে উইকেট নেন।

২৬৯ রানের টার্গেট এ ব্যাট করতে গিয়ে ভারতীয় বোলার দের নাজেহাল অবস্থা হলো। শুরুতেই শামির বোলিংয়ে ফিরে যান ক্রিস গেইল(৬)ও সাই হোপ(৫)।পুরাণ ও অম্বরিস কিছুটা সামাল দিলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ রা। পুরাণ ২৮, হেটমায়ার ১৮, হোল্ডার ৬, ব্রেথওয়েট ১ পর পর ফিরে যান ক্রিজ থেকে। মাত্র  ১৪৩ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে মহম্মদ শামি ৪টি, চাহল এবং বুমরাহ ২টি করে উইকেট নেন।

এই জয়ের ফলে সেমি ফাইনালে স্থান নিশ্চিত হয় ভারতীয় দলের।


সম্পর্কিত খবর