বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে ইঁদুর দৌড়ের মধ্যে মানুষ যেন হাসতেও ভুলে যাচ্ছে। কাজের চাপের সঙ্গে মানসিক নানান চিন্তাও ঘিরে থাকে। তবে জানলে অবাক হবেন, এই বিশ্বেই এমন একটি দেশ (India) রয়েছে যা পরপর আট বার সবথেকে সুখী দেশের তকমা ছিনিয়ে নিয়েছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫ এ উঠে এসেছে এই তথ্য। বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় এই দেশে বসবাসকারী মানুষজন অনেক বেশি সুখী বলেই উঠে এসেছে এই রিপোর্টে।
বিশ্বের সবথেকে সুখী দেশের সঙ্গে ভারতের (India) তুলনা
সামাজিক নিরাপত্তা, পরস্পরের প্রতি বিশ্বাস, সরকারি সাহায্য, আনন্দে থাকার মতো সমস্ত উপাদানগুলিই মজুত রয়েছে এই দেশে। স্বাভাবিক ভাবেই মানুষ এখানে অনেক বেশি সুখে জীবনযাপন করে। দেশটি হল ফিনল্যান্ড। ভারতের (India) সঙ্গে তুলনা করলে দেখা যাবে ফিনল্যান্ডে কাজের সময় কম, আবার পারিশ্রমিক এবং ছুটির সংখ্যাও বেশি। তবে আবার এমন কিছু বিষয়ও রয়েছে যেগুলি খতিয়ে দেখলে দেখা যাবে, ভারত (India) আদতেই ফিনল্যান্ডের তুলনায় বেশি ভালো।
ভারতের স্থান কোথায়: টানা অষ্টম বার ফিনল্যান্ড সবথেকে সুখী দেশের তকমা ধরে রাখায় এটা প্রমাণ হয় যে সেখানে জীবনযাত্রার মান, জীবনধারার ভারসাম্য খুবই ভালো। অক্সফোর্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক, ওয়েলবিং রিসার্চ সেন্টারের লিডার তথা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের সম্পাদক বলেন, নিজেদের জীবন নিয়ে ফিনল্যান্ড বাসীরা সন্তুষ্ট। এদিকে ফিনল্যান্ডের সঙ্গে তুলনা করলে, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্সে ভারতের (India) স্থান কিছুটা উন্নত হয়েছে। ২০২৪ সালে ভারতের স্থান ছিল ১২৬ তম, আর ২০২৫ এ তা পৌঁছেছে ১১৮ তম স্থানে। মোট ১৪৭ টি দেশের জীবনযাত্রার মানের ভিত্তিতে তৈরি হয়েছে এই রিপোর্ট।
আরো পড়ুন : পরপর বিপদের খাঁড়া, ফের হাজির মহাসঙ্কট! ক্রমশ “শুকিয়ে যাচ্ছে” বাংলাদেশ, ব্যাপারটা কী?
ফিনল্যান্ড কোনদিক দিয়ে এগিয়ে: এই সমীক্ষা অনুযায়ী, আফগানিস্তান এখনো বিশ্বের সবথেকে দুখী দেশ। আফগান নারীদের প্রতিনিয়ত কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে ফিনল্যান্ড এবং ভারতের মধ্যে তুলনা করলে ভারতে (India) কাজের সময় বেশি। এদেশে অধিকাংশ কোম্পানিতে কর্মচারীদের সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ করতে হয়। সেখানে ফিনল্যান্ডে মানুষ সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘন্টা কাজ করে। বেশিরভাগ সংস্থায় সপ্তাহে ৫ দিন ৮ ঘন্টা করে কাজ হয়। বছরে ২৪-৩০ টি ছুটির দিন পাওয়া যায়। ওই দিনগুলিতে কেউ কাজ করলে তার জন্য মেলে পারিশ্রমিক। ভারতে (India) এই সুবিধা থাকলেও ছুটির দিনে কেউ কাজ করলে খুব কম সংস্থাই সেদিনের পেমেন্ট করে থাকে।
আরো পড়ুন : একটানা পতনের পর অবশেষে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, নেপথ্যে রয়েছে কোন কারণ?
উল্লেখ্য, ভারত এবং ফিনল্যান্ডে কাজের উপর ভিত্তি করে পারিশ্রমিকের মান ভিন্ন হয়। তবে ফিনল্যান্ডে বেতনের গড় হার বেশি। তথ্য অনুযায়ী, ফিনল্যান্ডে ট্যাক্স কাটার পর মাসিক বেতন থাকে ভারতীয় মুদ্রায় ২.৩৬ লক্ষ টাকা। সেখানে ভারতে এই অঙ্কটা হল মাসে প্রায় ৫৪ হাজার টাকা! অর্থাৎ ফিনল্যান্ডে বেতনের পরিমাণ প্রায় ৪ গুণ বেশি। তবে অন্যদিকে ফিনল্যান্ডে জীবনযাত্রার খরচ যেখানে মাথাপিছু ১৫২১ ডলার, তা ভারতে হল মাত্র ৪২৯ ডলার। ফিনল্যান্ডে ভাড়ায় থাকতে হলে খরচ পড়বে ৭১৯ ডলার এবং ভারতে ভাড়ায় থাকতে হলে খরচ পড়বে মোটে ১৭৫ ডলার। সঙ্গে খাওয়াদাওয়া, পরিবহনের মতো খরচ সব মিলিয়ে দেখতে গেলে ফিনল্যান্ডের তুলনায় ভারতে বসবাস করাই অনেক দিক দিয়ে সুবিধাজনক।