বাংলাহান্ট ডেস্ক : সীমান্তে চিন পাকিস্তানের চোখ রাঙানি উপেক্ষা করে সদা সতর্ক হয়ে রয়েছে ভারত (India)। যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে রয়েছে ভারত। চিন পাকিস্তান দুই সীমান্তেই সর্বক্ষণ কড়া নজরদারি চালাচ্ছে ভারত। আর এবার এই দুই সীমান্তে অভিযান চালানোর জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। ১৫৬ টি লাইট কমব্যাট হেলিকপ্টার কিনতে চলেছে মন্ত্রক, যেগুলি এদেশেই তৈরি করবে HAL।
সীমান্তে ভারতের (India) শক্তিবৃদ্ধি করবে ‘প্রচণ্ড’
শুক্রবার এ বিষয়ে প্রতিরক্ষা ক্রয় চুক্তি অনুমোদন করা হয় কেন্দ্রের (India) তরফে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মোট ১৫৬ টি ‘মেড ইন ইন্ডিয়া’ লাইট কমব্যাট হেলিকপ্টার ‘প্রচণ্ড’ কেনা হতে চলেছে। এর জন্য HAL এর সঙ্গে ৪৫,০০০ কোটি টাকার চুক্তি অনুমোদন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, HAL এর এটাই প্রথম এত বড় অর্ডার।
হেলিকপ্টার তৈরি করবে HAL: সূত্রের খবর বলছে, ১৫৬ টি ‘প্রচণ্ড’ হেলিকপ্টারের মধ্যে ৯০ টি পাবে ভারতীয় (India) সেনাবাহিনী। আর বাকি ৬৬ টি পাবে ভারতীয় বায়ুসেনা। কর্ণাটকের বেঙ্গালুরু এবং তুমকুরের কারখানায় তৈরি হবে হেলিকপ্টার গুলি। উল্লেখ্য, গত বছরের জুন মাসে HAL কে প্রাথমিক অর্ডার দেওয়া হয়েছিল। আর ২০২২ সালে প্রথম বার ভারতীয় (India) বায়ুসেনায় যুক্ত হয় হেলিকপ্টার গুলি।
আরো পড়ুন : পাহাড় থেকে মরুভূমি, সর্বত্রই তীরের গতি! সেনাবাহিনীতে এন্ট্রি নিচ্ছে এই SUV, চমকে দেবে ফিচার্স
কী বিশেষত্ব রয়েছে: জানা যাচ্ছে, এটিই বিশ্বের একমাত্র অ্যাটাক হেলিকপ্টার যা ৫০০০ থেকে ১৬,৪০০ ফুট উচ্চতায় উঠে যেতে পারে। চিন পাকিস্তান সীমান্তের উঁচু পার্বত্য এলাকাগুলিতে নজরদারি চালানোর জন্য এই কপ্টারগুলি একদম আদর্শ। এছাড়াও এই হেলিকপ্টারে রয়েছে দু রকম ক্ষেপণাস্ত্র। আকাশ থেকে মাটি এবং আকাশ থেকে আকাশ, দু রকম ভাবেই নিক্ষেপ করা যায় ক্ষেপণাস্ত্র।
আরো পড়ুন : ৩ বছরে ৬১৫ শতাংশ রিটার্ন, বিনিয়োগকারীদের মালামাল করল ডিফেন্স সেক্টরের এই শেয়ার
আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে সুবিধার জন্য এই হেলিকপ্টারে রয়েছে একটি ইন্টিগ্রেটেড ডেটা চিপ। মেড ইন ইন্ডিয়া প্রোজেক্টের আওতায় এই ‘প্রচণ্ড’ হেলিকপ্টারগুলি নির্মিত হলে আত্মনির্ভরশীলতার দিকেও একটা বড় ধাপ অগ্রসর হবে ভারত (India)।