ভারত গোটা বিশ্বে ওষুধ রপ্তানি করছে, আর পাকিস্তান সন্ত্রাসবাদ রপ্তানি করছেঃ সেনা প্রধান

বাংলা হান্ট ডেস্কঃ সেনাপ্রধান (Army Chief) লেফটিন্যান্ট জেনারেল এমএম নরবানে (Manoj Mukund Naravane) বলেন, গোটা বিশ্ব করোনাভাইরাসকে হারাতে ব্যস্ত। ভারত (India) বিশ্বের সাহায্য করতে বিভিন্ন দেশে ওষুধ পাঠাচ্ছে। কিন্তু পাকিস্তান (Pakistan) তাদের কুকীর্তি কমাচ্ছে না, আর সীমা পার করে সন্ত্রাসবাদ এক্সপোর্ট করতে ব্যস্ত।

naravane

আপনাদের জানিয়ে দিই, সেনা প্রধান দুই দিনের জম্মু কাশ্মীর সফরে গেছে। সফরের দ্বিতীয় দিন মানে আজ তিনি বিভিন্ন সৈন্য প্রতিস্থানের সফরে গিয়ে সেনা বাহিনীর মনোবল বাড়ান। এর আগে উনি বৃহস্পতিবার কাশ্মীর পৌঁছে সুরক্ষা ব্যবস্থার সমীক্ষা করেন।

উনি বলেন, কাশ্মীরে উন্নয়, শান্তি আর সমৃদ্ধির নতুন যুগের সূচনা হয়েছে। উপত্যকায় যেকোন ভাবেই শান্তি ব্যবস্থা বজায় রাখতেই হবে। এর জন্য সুরক্ষার চ্যালেঞ্জের সাথে মোকাবিলার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সেনা প্রধানকে চিনার কোরের কম্যান্ডার উপত্যকায় সুরক্ষা স্থিতি নিয়ে জানায়। এর সাথে সাথে এলওসিতে সুরক্ষা ব্যবস্থা আর পাকিস্তানের তরফ থেকে যুদ্ধ বিরতি লঙ্ঘনের ব্যাপারে অবগত করান।

চিনার কোরের কম্যান্ডার জানান, কিভাবে পাকিস্তান লাগাতার যুদ্ধ বিরতি লঙ্ঘন করছে, আর ভারতীয় সেনার জওয়ানরা সেটার যোগ্য জবাব দিচ্ছে। শত্রুদের মনস্কামনা কোনভাবেই পূরণ হতে দেওয়া যাবেনা। এলওসিতে অনুপ্রবেশের চেষ্টাকে সতর্ক জওয়ানরা লাগাতার বিফল করে আসছে।

সেনা প্রধান বলেন, উপত্যকায় শান্তি আর সুরক্ষা ব্যবস্থা কায়েম রাখার জন্য সমস্ত সুরক্ষা এজেন্সির মধ্যে সামাঞ্জ্যস্যতা বজায় আছে। এর সাথে সাথে সেনা করোনার সংক্রমণ রোখার জন্য মহত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর উনি ৯২ টি বেস হাসপাতালের সফর করে সেই হাসপাতালের ব্যবস্থা আর সুবিধা গুলোর সমীক্ষা করেন। সেনা হাসপাতালের কাজের প্রশংসা করে উনি বলেন, এটা উপত্যকার জীবন রেখা। এখানকার ডাক্তার আর স্টাফ খুব ভালো কাজ করছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর