চারটি নতুন ভ্যাকসিন পাচ্ছে ভারত, চলছে প্রতিদিন ১ কোটি মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি

বাংলাহান্ট ডেস্কঃ খুব শীঘ্রই ভারতে (india) নতুন চারটি ভ্যাকসিন (covid-19 vaccine) আসতে চলেছে, যার ফলে আরও অনেক মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে- এমনটা জানিয়েছেন এনআইটিআইয়ের সদস্য ডাঃ বিনোদ কে পাল (dr vk paul)। তিনি আরও বলেন, কেন্দ্র সরকার ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিদিন প্রায় ১ কোটি মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে চিকিৎসা ব্যবস্থায় কিছুটা সামঞ্জস্য এলেও, বর্তমানে ভ্যাকসিন সংকটে রয়েছে দেশ। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য সরকার পর্যাপ্ত ভ্যাকসিন না পেয়ে কেন্দ্রকে দোষারোপ করতেও বাদ দিচ্ছে না। তবে এবিষয়ে এনআইটিআইয়ের সদস্য ডাঃ বিনোদ কে পাল জানালেন, খুব শীঘ্রই ভারতে নতুন ৪ টি ভ্যাকসিন আসতে চলেছে, যার ফলে অনেক বেশি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকারগুলো শুধুমাত্র মোট উৎপাদিত ভ্যাকসিনের ২৫ শতাংশ সংগ্রহ করছে।

Ajmer COVID 19

এবিষয়ে ডাঃ বিনোদ কে পাল জানান, ‘ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে রাজ্য সরকারগুলো অবগত। যখন তাঁরা ভ্যাকসিন সংগ্রহের ক্ষেত্রে সরকারী সাহায্য চাইল, তখন সরকার একটি সিস্টেম চালু করল। উৎপাদিত ভ্যাকসিনের ৫০ শতাংশ কেন্দ্র সরকার কিনে রাজ্যগুলোকে বিনামূল্যে দেবে, যা ৪৫ উর্দ্ধো ব্যক্তিদের দেওয়া হবে। আর অন্যদিকে বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার এবং বেসরকারী সংস্থাকে কিনে নিতে হবে’।

তিনি আরও জানান, ‘কিন্তু রাজ্য সরকার এবং বেসরকারী সংস্থা সেখান থেকে ২৫ শতাংশ করে টিকা ক্রয় করতে পারছে। যার কারণে ২৫ শতাংশ ডোজ দিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে রাজ্য সরকারকে’।

bengal elections covid vaccination of polling officials to begin on feb 22

দ্রুত টিকাকরণের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য প্রতিদিন ১ কোটি মানুষকে টিকা দেওয়া। কয়েক সপ্তাহের মধ্যেই এটা সম্ভব হয়ে যাবে। আমরা একদিনে ৪৩ লক্ষ ডোজ দিতে সক্ষম হয়েছি। এবার ধীরে ধীরে ৭৩ লক্ষ ডোজের টার্গেট নিয়ে ১ কোটির লক্ষ্যে এগিয়ে যাব। সিস্টেমে বদল ঘটিয়ে নতুন সিস্টেম তৈরি করতে হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর